
কলকাতা: স্লিপার খুলে রাখা রেল ট্র্যাকে। কোনও রকমে ব্রেক কষল ট্রেন। প্রাণে বাঁচলেন যাত্রীরা। বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচালেন চালক। রেলের অভিযোগ, বুধবার যাঁরা ধর্মঘটে সামিল হয়েছিলেন, তাঁরাই এই কাজ করেছেন। এদিন সকাল থেকে রাজ্যের একাধিক স্টেশনে অবরোধ চলে। শিয়ালদহ শাখায় বেশ কয়েক জায়গায় থমকে যায় রেল পরিষেবা। তবে রেল ট্র্যাকে এভাবে স্লিপার খুলে রাখার ঘটনায় হতবাক রেলকর্তারাও।
এতদিন বিভিন্ন সময়ে ওভারহেডের তারে কলাপাতা ফেলে অবরোধ করতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের। বুধবার শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট এবং দেউলার মাঝামাঝি জায়গায় ওই ভাঙা স্লিপার পড়ে থাকতে দেখা যায়। আশপাশে অবশ্য কোনও আন্দোলনকারীদের দেখা যায়নি।
শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল একটি লোকাল ট্রেন। ট্রেনটির চালক নির্দিষ্ট গতিতেই নিজের রেকটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ফাঁকা লাইন দেখে কোনও সন্দেহও হয়নি। আচমকাই ট্র্যাকের উপরে স্লিপারটি দেখতে পান চালক। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দ্রুত ব্রেক কষেন।
জোরে ব্রেক কষে দেওয়ায় যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীদের মধ্যে কেউ কেউ ট্রেন থেকে নেমে পড়েন। চালক সঙ্গে সঙ্গে মগরাহাট স্টেশনে খবর দেন। ঘটনাস্থলে যান জিআরপি এবং আরপিএফের জওয়ানরা। রেলের আধিকারিকরা জানিয়েছেন, স্লিপারটি যেভাবে রাখা ছিল, তাতে জোরে ব্রেক না কষলে বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারত।
রেলের আধিকারিকদের দাবি, যেভাবে ওই শাখায় বিভিন্ন জায়গায় কলা পাতা ফেলা হয়েছিল, তাতে নিশ্চিত এই স্লিপার খোলার কাজটিও আন্দোলনকারীরা করেছিল।
কিন্তু এই ধরনের কাজ মানুষের প্রাণহানির কারণ হতে পারত বলেই আশঙ্কা প্রকাশ করেছেন পূর্ব রেলের আধিকারিকরা।