Kolkata Airport: মলদ্বারে সোনা লুকিয়ে পাচারের ছক, কলকাতা বিমানবন্দরে পাকড়াও মহিলা যাত্রী

Kolkata Airport: শুল্ক দপ্তর সূত্রে খবর, মলদ্বারে লুকিয়ে প্রায় ৫০০ গ্রাম সোনা পাচারের চেষ্টা করছিলেন ওই মহিলা। অন্যদিকে প্যান্টের পকেটে লুকিয়ে প্রায় সাড়ে পাঁচশো গ্রাম সোনা পাচার করতে গিয়ে ধৃত আরও এক যাত্রী।

Kolkata Airport: মলদ্বারে সোনা লুকিয়ে পাচারের ছক, কলকাতা বিমানবন্দরে পাকড়াও মহিলা যাত্রী
বিমানবন্দর
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 11:51 PM

কলকাতা: ফের অভিনব কায়দায় সোনা পাচারের চেষ্টা কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। মলদ্বারে লুকিয়ে কলকাতায় আনা হচ্ছিল সোনা। শুল্ক দপ্তরের এয়ার ইন্টালিজেন্স শাখার আধিকারিকদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ল মহিলা পাচারকারী। উদ্ধার ৪৪৯ গ্রাম সোনা। যার বাজার মূল্য প্রায় ২৬ লক্ষ ৫ হাজার টাকারও বেশি।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, ব্যাংকক থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে শহরে এসেছিলেন ওই মহিলা যাত্রী। কিন্তু, মিস রুষদা নাজ নামে ওই মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয় শুল্ক দপ্তরের আধিকারিকদের। প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু, প্রথমে জেরার মুখে কিছুই স্বীকার করতে চাননি ওই মহিলা। যদিও শেষে ভেঙে পড়েন। বিকাল পাঁচটা নাগাদ জানান তাঁর পায়ুপথে লুকানো আছে প্রায় পাঁচশো গ্রামের সোনার পেস্ট। পাচারের উদ্দেশ্যেই তিনি তা এনেছিলেন। ইতিমধ্যেই সেই সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ওই মহিলা কোনও আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা সে বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

এর পাশাপাশি আরও একজন যাত্রীর প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় ৫৪২ গ্রাম সোনার পেস্ট। বাজার মূল্য ২৯ লক্ষ ৪৩ হাজারের বেশি। Etihad ফ্লাইট EY ২৫৬ বিমানে করে আবুধাবি থেকে আসা ওই যাত্রী প্যান্টের ভেতরের পকেটের মধ্যে লুকিয়ে সোনা আনছিলেন ভারতে। তাঁর গতিবিধি দেখেও সন্দেহ হয় শুল্ক দপ্তরের আধিকারিকদের। জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে পড়ে আসল তথ্য।