Snehasish Ganguly: ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে, উদ্বিগ্ন সৌরভও, কী হল স্নেহাশিসের?
Snehasish Ganguly: প্রশাসক হিসাবে স্নেহাশিস যথেষ্ট সফল। তারই মধ্যে তাঁর এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে ময়দানে। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, স্নেহাশিস আগের তুলনায় একটু ভাল রয়েছেন। বিকাল নাগাদ ভাই সৌরভ দেখতে যেতে পারেন স্নেহাশিসকে।

কলকাতা: হঠাৎই প্রবল অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সিএবি-র প্রেসিডেন্ট তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা সোমবার রাত থেকেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে কোনও ঝুঁকি না নিয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বেশ কয়েকবার বমি করেছেন তিনি, যে কারণে উদ্বিগ্ন পরিবার দ্রুত একটি বেসরকারি হাসপাতালে স্নেহাশিসকে ভর্তি করিয়েছে। তিনি চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন। অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন।
বাংলার ক্রিকেটে সৌরভের অবদান যেমন, ততটা না হলেও দাদা স্নেহাশিসও ক্রিকেটার হিসাবে যথেষ্ট বড় মাপের। বাংলা রঞ্জি জয়ী দলের সদস্য ভাইয়ের মতো তিনিও বাঁ হাতে ব্যাট করতেন। ক্রিকেট প্রশাসনে আসার পর স্নেহাশিস তরুণ প্রতিভা তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁরই উদ্যোগে শুরু হয়েছে বেঙ্গল প্রিমিয়ার লিগ। নতুন প্রজন্মের একঝাঁক ক্রিকেটার বাংলার রঞ্জি দলকে সাফল্যও দিচ্ছেন।
প্রশাসক হিসাবে স্নেহাশিস যথেষ্ট সফল। তারই মধ্যে তাঁর এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে ময়দানে। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, স্নেহাশিস আগের তুলনায় একটু ভাল রয়েছেন। বিকাল নাগাদ ভাই সৌরভ দেখতে যেতে পারেন স্নেহাশিসকে।
কিছুদিন আগেই পুরীতে গিয়ে সমুদ্রে স্পিড বোটে চড়তে গিয়ে বিপদের মুখে পড়েছিলেন সস্ত্রীক স্নেহাশিস। প্রবল ঢেউয়ে পাল্টি খায় স্পিড বোট। ভেসে যাচ্ছিলেন স্নেহাশিস। নুলিয়া ও স্থানীয় প্রশাসন তাঁকে উদ্ধার করেন। বিপদের মুখে পড়েন তাঁর স্ত্রীও।





