Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাওড়া স্টেশনের চাপ কমাতে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন ছাড়বে শালিমার থেকে

Railway: আগামী মাস থেকেই এই ট্রেনগুলি ছাড়বে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

হাওড়া স্টেশনের চাপ কমাতে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন ছাড়বে শালিমার থেকে
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2021 | 2:45 PM

কলকাতা: হাওড়া স্টেশনের চাপ কমাতে একাধিক দূরপাল্লার এ বার ছাড়বে শালিমার স্টেশন থেকে। হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার স্টেশন থেকে ট্রেনগুলি ছাড়ার পরিকল্পনা রয়েছে। আগামী মাস অর্থাৎ অগস্ট মাস থেকেই  এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

প্রাথমিক পর্বে চার থেকে পাঁচটি ট্রেনকে হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার স্টেশন থেকে ছাড়া হবে। যে সব ট্রেন শালিমার থেকে ছাযা হবে, সেই তালিকায় রয়েছে হাওড়া- লোকমান্য তিলক এক্সপ্রেস, হাওড়া – সম্বলপুর এক্সপ্রেস। বছর কয়েক আগেই শালিমার স্টেশনকে ঢেলে সাজানো হয়েছে। এ বার দূরপাল্লার ট্রেন চালানোরও বন্দোবস্ত করছে রেল কর্তৃপক্ষ। আপাতত চার-পাঁচটি ট্রেন চালানো হলেও আগামিদিনে আরও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার থেকে ছাড়া হবে।

শালিমার রেল ইয়ার্ডটি ১৮৮৩ সালে তৈরি। পণ্য পরিবহণ করা হয় মূলত এই স্টেশন থেকে। ২০০০ সালে যাত্রী পরিবহন পরিষেবা শুরু হয় এই স্টেশন থেকে। আরও পড়ুন: রাতের অন্ধকারেও ১০৮০ পিক্সেলে উঠবে ঝকঝকে ভিডিয়ো, উন্নত প্রযুক্তির বডি ক্যামেরা পেল কলকাতা পুলিশ