
কলকাতা: অবশেষে উদ্বেগ কাটতে চলেছে সোনাগাছির মহিলাদের। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে সোনাগাছিতে। বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইএর (SIR)-এ যৌনপল্লীর মহিলাদের কী হবে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হওয়ায় মহিলারা চিন্তায় ছিলেন। কমিশনের কাছে তাঁরা আর্জি জানিয়েছিলেন, যাতে তাঁদের সমস্যা সমাধান করা হয়। অবশেষে নির্বাচন কমিশন তাঁদের ডাকে সাড়া দিয়েছে।
মঙ্গলবার সোনাগাছিতে যাচ্ছে নির্বাচন কমিশনের বিশেষ দল। বিএলও, ইআরও ছাড়াও কমিশনের শীর্ষ আধিকারিকরা সকাল থেকেই ক্যাম্প করবেন সোনাগাছিতে। সিইও নিজেও উপস্থিত থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। ক্যাম্প হবে কলকাতার অন্যান্য যৌনপল্লীতেও। কমিশনের কাছে নিজেদের সমস্যা ও উদ্বেগের কথা তুলে ধরবেন মহিলারা। কী করলে এসআইআর-এ তাদের নাম থাকবে তা বলে দেওয়া হবে কমিশনের তরফ থেকে।
সোনাগাছির মহিলাদের জন্য যে সমবায় ব্যাঙ্ক রয়েছে, সেই ব্যাঙ্কের নথিকে যাতে মান্যতা দেওয়া হয়, সেই আবেদনও জানানো হয়েছে। নির্বাচন কমিশন তাঁদের জন্য কী ব্যবস্থা নেয়, সেটা এখন দেখার। সোনাগাছির এক স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, এই এলাকার প্রায় সাত হাজার যৌনকর্মীর মধ্যে দেড় হাজার মহিলা ইতিমধ্যেই এসআইআরের ভয়ে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন।
সোমবার সোনাগাছির প্রত্যেক মহিলাকে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে কমিশনের ক্যাম্পের বিষয়ে জানানো হয়েছে। মঙ্গলবার যাতে সব মহিলাই ওই ক্যাম্পে হাজির হন ও তাঁদের সমস্যার কথা তুলে ধরেন সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে। সমস্যা দ্রুত সমাধান হবে বলেই মনে করা হচ্ছে।