AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: ফর্ম পূরণে সমস্যায় যৌনকর্মীরা, সোনাগাছিতে বিশেষ ক্যাম্পের ভাবনা কমিশনের

Special camp in Sonagachi: একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের বক্তব্য, যৌনকর্মীদের পরিবারগুলি অনেক ক্ষেত্রে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন না। লোকলজ্জার ভয়ে পরিবারের লোকজন সঠিক তথ্য দিতে সঙ্কোচবোধ করেন। ফলে ফর্ম পূরণের সময় সমস্যায় পড়ছেন যৌনকর্মীরা। আর সঠিকভাবে ফর্ম পূরণ না হলে ভোটার তালিকাতেও তাঁদের নাম থাকবে না। ভোটদানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন তাঁরা।

SIR in Bengal: ফর্ম পূরণে সমস্যায় যৌনকর্মীরা, সোনাগাছিতে বিশেষ ক্যাম্পের ভাবনা কমিশনের
ফাইল ফোটোImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 25, 2025 | 10:06 PM
Share

কলকাতা: রাজ্যজুড়ে এসআইআরের ফর্ম বিলি ও পূরণের কাজ চলছে। এনুমারেশন ফর্ম তাঁরাও পেয়েছেন। কিন্তু, সেই ফর্ম পূরণে সমস্যায় পড়েছেন শোভাবাজারের সোনাগাছির যৌনকর্মীরা। ফর্ম পূরণ না করতে পারলে ভোটার তালিকায় নাম থাকবে না তাঁদের। তাই, তাঁদের সমস্যা মেটাতে কমিশনকে চিঠি দিয়েছিল কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। এবার যৌনকর্মীদের ফর্ম পূরণে সহযোগিতা করতে কমিশন সোনাগাছিতে বিশেষ ক্যাম্প করার কথা ভাবল।

কমিশন সূত্রে জানা গিয়েছে, যৌনকর্মীদের এসআইআর সংক্রান্ত সমস্যা মেটাতে সোনাগাছিতে ওই বিশেষ ক্যাম্প খোলা হবে। সেই ক্যাম্পে ইআরও বসবেন। যৌনকর্মীদের ফর্ম পূরণে কোথায় কোথায় সমস্যা সেগুলি জেনে সাহায্য করবেন। ভারতীয় নাগরিক হিসেবে যৌনকর্মীদের নামও যাতে ভোটার তালিকায় উঠে, তা নিশ্চিত করাই তাদের কাজ বলে কমিশনের তরফে বার্তা দেওয়া হয়েছে। 

একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের বক্তব্য, যৌনকর্মীদের পরিবারগুলি অনেক ক্ষেত্রে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন না। লোকলজ্জার ভয়ে পরিবারের লোকজন সঠিক তথ্য দিতে সঙ্কোচবোধ করেন। ফলে ফর্ম পূরণের সময় সমস্যায় পড়ছেন যৌনকর্মীরা। আর সঠিকভাবে ফর্ম পূরণ না হলে ভোটার তালিকাতেও তাঁদের নাম থাকবে না। ভোটদানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন তাঁরা। সেজন্যই যৌনকর্মীদের সমস্যা মেটাতে কমিশনকে চিঠি দেয় একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। আর সেই চিঠি পাওয়ার পরই উদ্যোগী হয়েছে কমিশন।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু হয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ চলবে। কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করাই কাজ বলে কমিশন জানিয়েছে। ইতিমধ্যে সাড়ে চার কোটির বেশি ফর্ম ডিজিটাইজড করা হয়েছে। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা বেরবে। সেই তালিকায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, সেজন্যই সোনাগাছিতে যৌনকর্মীদের সাহায্য করতে ক্যাম্প খুলতে চলেছে কমিশন।