SIR in Bengal: SIR-এ বাদ পড়ল আরও কয়েক লক্ষ নাম, শুভেন্দু বললেন…
Names deleted in SIR: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনও বলেন, "আমি ৯৫ সাল থেকে ভোটে লড়ছি। আমি বলছি, লিখে রাখুন ১ কোটির উপর নাম বাদ যাবে। যদিও এখানে ১০০ শতাংশ এসআইআর হবে না। তারপরও এক কোটির উপর নাম বাদ যাবে।"

কলকাতা: এসআইআর প্রক্রিয়ায় এখনও খসড়া ভোটার তালিকা প্রকাশের কয়েকদিন বাকি। সেই তালিকা প্রকাশের আগেই নাম বাতিলের সংখ্যা সামনে আসছে। গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের মনোজ কুমার আগরওয়ালের সাংবাদিক বৈঠকের পর জানা গিয়েছিল, ১০ লক্ষের মতো নাম বাদ গিয়েছে। আর মঙ্গলবার দুপুর পর্যন্ত আরও কয়েক লক্ষের নাম বাদ পড়ল। সবমিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ১৪ লক্ষের নাম বাদ পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।
গত ৪ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ চলবে। গতকাল সাংবাদিক বৈঠকে সিইও মনোজ কুমার আগরওয়াল জানান, এখনও পর্যন্ত ৪ কোটি ৫৫ লক্ষ ফর্ম ডিজিটাইজড হয়েছে। আর সেই প্রসঙ্গেই তিনি জানান, এখনও পর্যন্ত ১০ লক্ষ ৩৩ হাজার ভোটার তাঁদের ফর্ম সংশ্লিষ্ট বুথের বিএলওর কাছে জমা দেননি। এরপরই কমিশন সূত্রে জানা যায়, ১০ লক্ষের মতো নাম বাদ পড়েছে। তার মধ্যে সাড়ে ৬ লক্ষ মৃত ভোটার। বাকি স্থানান্তরিত ভোটার, একই নাম বিভিন্ন জায়গায় থাকা-সহ বিভিন্ন বিষয় রয়েছে।
গতকালের ওই সংখ্যার পর মঙ্গলবার দুপুর পর্যন্ত আরও প্রায় ৪ লক্ষ নাম বাদ পড়ল কমিশন সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নাম বাদ পড়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯২ হাজার। রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত শতাংশের বিচারে সব চেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। এ ছাড়া নাম বাদ পড়ায় এগিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা।
এখনও পর্যন্ত ১৪ লক্ষের নাম বাদ পড়ার পর প্রশ্ন উঠছে, মোট কতজনের নাম বাদ পড়বে? বিজেপি নেতারা এসআইআর প্রক্রিয়া শুরুর আগে নানা সংখ্যা দিচ্ছিলেন। এখনও পর্যন্ত ১৪ লক্ষের নাম বাদ পড়া নিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “আমরা এখনও কোনও সংখ্যা জানি না। সংবাদ মাধ্যমেই শুনছি। নাম বাদ নিয়ে বিজেপি নেতারা নানা সংখ্যা বলছিলেন। আমাদের লক্ষ্য, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়।”
অন্যদিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনও বলেন, “আমি ৯৫ সাল থেকে ভোটে লড়ছি। আমি বলছি, লিখে রাখুন ১ কোটির উপর নাম বাদ যাবে। যদিও এখানে ১০০ শতাংশ এসআইআর হবে না। তারপরও এক কোটির উপর নাম বাদ যাবে। ১০০ শতাংশ হলে আর একটু বেশি নাম বাদ যেত।”
