
পুজোর সময় বদলে যায় কলকাতার চেহারা। ফিরে আসে নস্টালজিয়া। ঠিক এমন আবহে এক পরিচিত কণ্ঠ ধীরে ধীরে জায়গা করে নেয় শ্রোতাদের মনে। তিনি পৌষালি বন্দ্যোপাধ্যায়। টিভি৯ বাংলা পুজোয় পালস সিজন থ্রি তুলে ধরল এমনই এক অনন্য শিল্পীকে। এবারে আবার পুজোয় পালস সিজন থ্রি এক্কেবারে নতুন মোড়কে। এবারের থিম গোল-কা-মোল।
শিল্পী হিসাবে তাঁর স্বতঃস্ফূর্ততা, অনুশীলনের প্রতি নিষ্ঠা, আর সাহসী কন্টেন্ট বাছাই… সব মিলিয়ে পৌষালি বন্দ্যোপাধ্যায় এখন বাংলা সঙ্গীতের অন্যতম শক্তিশালী নাম। কিন্তু এই লড়াই সহজ ছিল না প্রথম থেকে। পৌষালি বলছেন, “হিলা শিল্পী হওয়ার জন্য অনেক কিছু শুনতে হয়েছে। রুচির মধ্যে থেকে আমাকে কাজটা করতে হবে, আমি জানি কাজটা কঠিন। আমি যে মরণ খেলায় নেমেছি তা খেলেই উঠব, এটা ভেবেই আমি কাজটা এখনও করি।” সোজা কথায়, গ্ল্যামার আর গানের ভারসাম্যে তিনি গড়ে তুলেছেন এক নতুন ইমেজ যেখানে স্রোতা গান শোনে শুধে কানে নয়, মনের গভীরে।