Sougata Roy on Governor: ‘শুভেন্দু সত্যিই কি ওঁর জামাই?’, কটাক্ষ সৌগত-র

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 29, 2022 | 5:10 PM

Sougata Roy on Governor: নেতাই যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ইস্যুতেই মুখ্যসচিবকে তলব করেন রাজ্যপাল।

Sougata Roy on Governor: শুভেন্দু সত্যিই কি ওঁর জামাই?, কটাক্ষ সৌগত-র
রাজ্যপালকে আক্রমণ তৃণমূল সাংসদের

Follow Us

কলকাতা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। তারপরই রাজ্যের মুখ্যসচিবকে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর সেই ইস্যুতেই আক্রমণ শানিয়েছে তৃণমূল। তৃণমূল সাংসদ সৌগত রায় আগেই শুভেন্দুকে ‘রাজ্যপালের জামাই’ বলে কটাক্ষ করেছিলেন। এবার ফের সেই ভাষাতেই রাজ্যপালকে আক্রমণ করলেন তিনি। শুভেন্দুর অভিযোগকে রাজ্যপাল কেন এত বেশি গুরুত্ব দেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন সৌগত রায়। তাঁর দাবি, মুখ্যসচিবকে ডাকার কোনও এক্তিয়ার নেই রাজ্যপালের। এমনকি মুখ্যসচিবও হাজিরা দিতে বাধ্য নন বলে উল্লেখ করেছেন তিনি। আগে বহুবার একাধিক ইস্যুতে সংঘাত তৈরি হয়েছে রাজ্য ও রাজ্যপালের। আর এবার রাজ্যপাল মুখ্যসচিবকে বারবার তলব করায় ক্ষুব্ধ তৃণমূল সরকার। অসন্তোষ প্রকাশ করা হয়েছে দলের তরফে।

সত্যিই কি ওঁর জামাই? ওঁর কি বিশেষ কোনও দায়িত্ব আছে?

শুভেন্দু অধিকারী কোনও অভিযোগ জানালে, তাতে বিশেষ গুরুত্ব দেন রাজ্যপাল। এমন দাবিই জানিয়ে সৌগত বলেন, ‘শুভেন্দুর প্রতি ওঁর কী বিশেষ কোনও দায়িত্ব আছে? আমরা যেটা বলি সেটাই কি সত্যি? সত্যিই কি ওঁর জামাই?’

তিনি আরও বলেন, ‘রাজ্যপালের মুখ্যসচিবকে তলব করার কোনও অধিকার নেই। মুখ্যসচিবের যাওয়ারও কোনও বাধ্যবাধকতা নেই।’ তিনি উল্লেখ করেন, নেতাইতে তেমন কিছুই হয়নি। ঘটনার উল্লেখ করে সৌগত জানান, ৭ জানুয়ারি নেতাইয়ের শহিদদের সম্মান জানাতে গিয়েছিলেন শুভেন্দু। অনেক বেলায় সেখানে যান তিনি। ওই দিন সকাল থেকে তৃণমূলের মিটিং চলছিল সেখানে। তাই পুলিশ বলেছিল, অন্য জায়গায় গিয়ে সম্মান জানাতে। শুভেন্দুও তাই করেন। এত দিন পর কেন এই বিষয়টি সামনে আনা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত।

রাজ্যপালের তলব

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন বাধা দিয়েছে পুলিশ, সেই প্রশ্ন তুলেই রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু, তাতে সাড়া দেননি মুখ্যসচিব। শনিবার ফের তলব করা হয়েছে। আগামী সোমবার সকাল ১১টায় রাজভবনে তলব করা হয়েছে মুখ্যসচিবকে। রাজ্যপাল টুইটে সে কথা জানিয়েছেন।

বিকাশ ভবনে বাধা শুভেন্দুকে

কয়েকদিন আগে স্কুল খোলার দাবি জানাতে বিকাশ ভবনে যেতে চাইলে, শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। সৌগত জানান, শিক্ষা সচিবের সঙ্গে কথা না বলেই যাচ্ছিলেন শুভেন্দু। তাই তাঁকে বাধা দেওয়া হয়েছে। তবে রাজ্যপাল এক্তিয়ারের বাইরে কাজ করছে বলে এ দিনও দাবি করেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন : Marichjhapi Chalo: মরিচঝাঁপির ইতিহাস খুঁড়তে এবার ঝাঁপাচ্ছে বিজেপি! তাচ্ছিল্যের সুর বামেদের গলায়

Next Article