Sourav Ganguly: ‘চিটার’ বলে অপমান! মেসি-কাণ্ডের জেরে লালবাজারের দ্বারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়

Messi Kolkata Tour: যুবভারতীর ঘটনার পর আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। সেই শতদ্রুর সঙ্গে নাম জড়িয়েই সৌরভের কথা বলেছেন আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি। সেই বক্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত।

Sourav Ganguly: চিটার বলে অপমান! মেসি-কাণ্ডের জেরে লালবাজারের দ্বারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 18, 2025 | 5:18 PM

কলকাতা: মেসি-কাণ্ডের জল গড়িয়েছে অনেক দূর। ভারত সফর শেষ করে ফিরে গিয়েছেন ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। কিন্তু বাংলায় বিতর্কের ইতি হল না। সদ্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি নিয়েছেন অরূপ বিশ্বাস। আর এবার সেই ঘটনার জেরেই লালবাজারের দ্বারস্থ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক মেসি-ভক্তের কথায় তাঁর মানহানি হয়েছে বলে অভিযোগে জানিয়েছেন সৌরভ।

সূত্রের খবর, বুধবার রাতে লালবাজারে মেইল করে একটি অভিযোগ জানানো হয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির উপস্থিতিতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে নাম জড়ানোয় সৌরভের সুনাম নষ্ট হচ্ছে বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। কেন মেসির উপস্থিতিতে এমন বিশৃঙ্খলা তৈরি হল, কেন হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও দর্শকরা মেসিকে দেখতে পেলেন না, প্রশ্ন উঠেছে। তদন্ত কমিটির শোকজে জবাব দিতে হয়েছে খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। এই আবহেই কলকাতার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহা এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে দাবি করেন, শতদ্রু দত্তের পিছনে সৌরভের হাত রয়েছে। ওই ব্যক্তি স্থানীয় বিজেপি কর্মী বলেও পরিচিত। তাঁর মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চর্চা হয়। এরপরই অভিযোগ দায়ের করেছেন সৌরভ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সৌরভকে ‘চিটিংবাজ’ বলেছেন ওই মেসি-ভক্ত। শতদ্রুকে সৌরভের ‘টেনিয়া’ বলে দাবি করেছেন ওই ব্যক্তি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সৌরভকে অপমান করা হয়েছে, তাঁর ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। ৫০ কোটি টাকার মানহানির নোটিস পাঠিয়ে সৌরভের দাবি, অবিলম্বে ওই বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে।