কলকাতা: রাজনীতির ময়দানে কখনও সক্রিয় হতে দেখা যায়নি, এমন অনেককেই অতীতে টিকিট দিয়েছে তৃণমূল। দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহানের মতো উদাহরণ রয়েছে তৃণমূলের ঝুলিতে। আর এবার আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় থাকতে পারে আরও এক বড় চমক। সূত্রের খবর, টিকিট পাচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা সাংস্কৃতিক জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। ওড়িশি নৃত্যশিল্পী হিসেবে তাঁর জনপ্রিয়তা বহুদিনের। সম্প্রতি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাঁকে। তবে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পা দেননি কখনই।
বেহালার মেয়ে ডোনা গঙ্গোপাধ্যায় ছিলেন লরেটো কনভেন্ট স্কুলের ছাত্রী। শুরুতে অমলা শঙ্করের কাছে তাঁর নৃত্যশিক্ষা শুরু। পরে বিশিষ্ট নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্রে ছাত্রী ছিলেন ডোনা। বর্তমানে নৃত্যশিক্ষা কেন্দ্র রয়েছে তাঁর। সাম্প্রতিককালে কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাঁকে।
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি রিয়্যালিটি শো-তে উপস্থিত থাকতে দেখা যায় ডোনাকে। তারপরই বাড়ে জল্পনা। আজ, ব্রিগেডের মঞ্চ থেকে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে তৃণমূলের তরফে। সেই তালিকাতেই ডোনার নাম রয়েছে বলে সূত্রের খবর। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে অনেক রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। তবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম কখনও জড়ায়নি কোনও রাজনৈতিক দলের সঙ্গে।
(সর্বশেষ আপডেট: তৃণমূল সূত্রে জানা গিয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায় ২০২৪ লোকসভায় টিকিট পেতে পারেন। তবে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ৪২ আসনের প্রার্থী তালিকায় তাঁর নাম শোনা যায়নি।)