কলকাতা: মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে তথ্য ও প্রযুক্তি দফতরের সচিব রাজীব কুমার। সূত্রের খবর, এদিন বৈঠক চলাকালীন সন্দেশখালি নিয়ে ভিডিয়োর প্রসঙ্গ উঠে আসে। সেই প্রসঙ্গ উঠতেই রাজ্যের তথ্য ও প্রযুক্তি দফতরের ভূমিকায় উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে প্রশ্ন তুলেছেন তথ্য ও প্রযুক্তি দফতর কী কাজ করছে? রাজীব কুমার কী করছেন? প্রসঙ্গত, চলতি বছরেই রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে নিয়ে আসা হয়েছিল। ভোটের আগে ডিজি পদে বদল আসে এবং রাজীব কুমার বর্তমানে তথ্য-প্রযুক্তি দফতর সচিব পদে রয়েছেন। সূত্রের খবর, তথ্য ও প্রযুক্তি দফতরের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশের সময়, আজ বৈঠকে রাজীব কুমারের নাম করেও ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, লোকসভা ভোট মিটে যাওয়ার পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আড়াই মাস পর প্রশাসনিক বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, এদিনের বৈঠকে একাধিক দফতরের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রীর। তার মধ্যে উল্লেখযোগ্য, তথ্য ও প্রযুক্তি দফতর। রাজীব কুমারের তথ্য ও প্রযুক্তি দফতর কী কাজ করছে, সেই নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।
এর পাশাপাশি সূত্র মারফত আরও জানা যাচ্ছে, শ্রমমন্ত্রীর কাজেও না-খুশ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে তিনি আলাদা করে দেখা করতে বলেছেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়া মঙ্গলবারের বৈঠকে সমবায় সচিব কৃষ্ণা গুপ্তার ভূমিকা নিয়েও মুখ্যমন্ত্রী উষ্মাপ্রকাশ করেছেন বলে খবর। তবে বিবেক কুমার এবং সুব্রত গুপ্তের কাজের প্রশংসা করেছেন তিনি।