কলকাতা: বিধানসভায় বিজেপির পরবর্তী মুখ্য সচেতক হতে চলেছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। লোকসভা ভোটে জয়ী হয়ে সংসদীয় রাজনীতিতে পা রাখছেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। তিনি আবার বিধানসভায় বিজেপির মুখ্য সচেতকও ছিলেন। এবার মনোজ টিগ্গা লোকসভায় যাওয়ার পর, তাঁর জায়গায় কে হবেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক? তা নিয়ে গত কয়েকদিনে বিস্তর চর্চা চলেছে রাজনৈতিক মহলে। এসবের মধ্যেই মঙ্গলবার সন্ধেয় নিউটাউনের এক হোটেলে বৈঠকে বসেছিলেন বিজেপির বিধায়করা। সূত্রের খবর, বঙ্গ বিজেপির পরিষদীয় দলের সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, বিধানসভায় দলের পরবর্তী মুখ্য সচেতক হচ্ছেন শঙ্কর ঘোষ।
শিলিগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গে বিজেপির অন্যতম বড় মুখ শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গের মানুষজনের দাবি-দাওয়া নিয়ে অতীতে বার বার সরব হয়েছেন তিনি। উত্তরবঙ্গের কথা জোরালোভাবে তুলে ধরেছেন বিধানসভার অধিবেশনে। শুধু উত্তরবঙ্গই নয়, রাজ্য রাজনীতির সমস্ত ইস্যুতে ভীষণভাবে সক্রিয় ও সরব থেকেছেন শঙ্কর ঘোষ। বিভিন্ন ইস্যুতে কাঠগড়ায় তুলেছেন রাজ্যের শাসক শিবিরকে, কড়া প্রশ্নের মুখোমুখি ফেলেছেন। সেই শঙ্কর ঘোষের এবার দায়িত্ব আরও বাড়ল পরিষদীয় রাজনীতিতে।
উল্লেখ্য, মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা এবার আলিপুরদুয়ার থেকে লোকসভা ভোটে জিতেছেন। এখনও অবশ্য তিনি বিধায়ক পদে ইস্তফা দেননি। তবে তিনি বিধায়ক পদে ইস্তফা দেওয়া পর, কাকে করা বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক? মঙ্গলবার বিজেপি বিধায়কদের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকেই স্থির হয়েছে পরবর্তী মুখ্য সচেতক হচ্ছেন শঙ্কর ঘোষ।