Mamata Banerjee: পাহাড়ে আইটি হাবের তোড়জোড় শুরু, জমি খোঁজার নির্দেশ মমতার: সূত্র
IT Hub in North Bengal: বৃহস্পতিবার নবান্নে পর্যালোচনা বৈঠকে উত্তরবঙ্গের আইটি হাবের প্রসঙ্গে উঠে এসেছে বলে জানা যাচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এদিন রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন একটি খসড়া তৈরি করার জন্য। পাশাপাশি এও জানা যাচ্ছে, উত্তরবঙ্গে আইটি হাব তৈরির জন্য জমি খোঁজারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ২০২৩ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি পর্বে বক্তব্য রাখার সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দার্জিলিংকে তথ্য ও প্রযুক্তি শিল্পের জন্য সাজিয়ে তোলার কথা। উত্তরবঙ্গে আইটি হাব তৈরি করতে চান মমতা। মুখ্যমন্ত্রীর গতকালের ঘোষণার পরই এবার তোড়জোড় শুরু হয়ে গেল প্রশাসনিক স্তরে। বৃহস্পতিবার নবান্নে পর্যালোচনা বৈঠকে উত্তরবঙ্গের আইটি হাবের প্রসঙ্গে উঠে এসেছে বলে জানা যাচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এদিন রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন একটি খসড়া তৈরি করার জন্য। পাশাপাশি এও জানা যাচ্ছে, উত্তরবঙ্গে আইটি হাব তৈরির জন্য জমি খোঁজারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশাসনিক সূত্রে খবর, আগামী ৬ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই সময়ে উত্তরবঙ্গ সফরকালেও এই বিষয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। বাংলার দায়িত্বে আসার পর থেকেই দার্জিলিঙের পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পাহাড় তথা গোটা উত্তরবঙ্গের পর্যটনে গতি আনতে বিভিন্ন পদক্ষেপও করেছেন তিনি। তবে এবার শুধু পর্যটন নয়, একইসঙ্গে পাহাড়ে তথ্য ও প্রযুক্তি শিল্পও গড়ে তুলতে চান মমতা। তাঁর আশা, উত্তরবঙ্গের মনোরম প্রাকৃতিক পরিবেশ তথ্য ও প্রযুক্তি শিল্পের জন্য সহায়ক হয়ে উঠতে পারে। তথ্য ও প্রযুক্তি শিল্পের জন্য সহায়ক হবে এমন ‘নতুন দার্জিলিং’ গড়ার ডাকও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, গত মঙ্গল ও বুধবার কলকাতায় আয়োজিত হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। দেশ-বিদেশের তাবড় শিল্পপতিরা এসেছিলেন কলকাতার বাণিজ্য সম্মেলনে। দু’দিন ব্যাপী চলা এই বাণিজ্য সম্মেলন থেকে মোট ৩ লক্ষ ৭৬ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।