ব্রিগেডমুখী বিজেপি কর্মীদের মারধর, বোমাবাজির অভিযোগ, উত্তপ্ত ভাঙড়

Mar 07, 2021 | 1:19 PM

উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ভাঙড় (Bhangore) , ক্যানিং (Canning)। ব্রিগেডমুখী (BJP Brigade 2021) বিজেপি (BJP) কর্মীদের মারধরের অভিযোগ।

ব্রিগেডমুখী বিজেপি কর্মীদের মারধর, বোমাবাজির অভিযোগ, উত্তপ্ত ভাঙড়
এলাকায় সিআরপিএফ

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: ব্রিগেডের (BJP Brigade 2021) সভায় যাওয়ার পথে বিজেপি (BJP) কর্মীদের মারধরের অভিযোগ। কোথাও আবার হল বোমাবাজিও। ঘটনাকে ঘিরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ভাঙড় (Bhangore) , ক্যানিং (Canning) এলাকা।

ব্রিগেডে যাওয়ার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল ভাঙড়ে। ঘটনার সূত্রপাত বিজেপি কর্মীদের ব্রিগেডমুখী গাড়ি আটকানোকে ঘিরে। অভিযোগ, তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের গাড়ি মাঝ রাস্তায় আটকে দেন। দু’পক্ষের বচসা শুরু হয়। দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে সিআরপিএফ জওয়ান ও ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন: মাদক কাণ্ডে গ্রেফতার আরও এক রাকেশ ঘনিষ্ঠ

এ প্রসঙ্গে এক বিজেপির কর্মীর অভিযোগ, “শাসকশিবিরের লোকেরা বস্তায় বোমা নিয়ে এসেছিল। আমাদের কর্মীদের হাতে পায়ে লেগেছে।” যদিও ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সাজাহান মোল্লা বলেন. “বোমাবাজির অভিযোগ ভিত্তিহীন। কোথাও কোনও বাধা দেওয়া হয় নি।” যদিও বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছেন তিনি।

Next Article