Dilip Ghosh: ‘স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না’, অগ্নিমিত্রার ‘সভাপতিত্ব’ নিয়ে চাপানউতোর শুরু হতেই ‘কটাক্ষ’ দিলীপের

Dilip Ghosh: কে হবেন পরের রাজ্য সভাপতি তা নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন রোজই তৃণমূলের বিরুদ্ধে অল আউট অ্যাটাকে নামতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের মতো নেতাদের। এরইমধ্যে অগ্নিমিত্রা পালের প্রশংসায় পোস্টার পড়ে কেষ্টপুরে।

Dilip Ghosh: ‘স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না’, অগ্নিমিত্রার ‘সভাপতিত্ব’ নিয়ে চাপানউতোর শুরু হতেই ‘কটাক্ষ’ দিলীপের
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 29, 2025 | 3:38 PM

কলকাতা: লোকসভা নির্বাচনের পর থেকেই জল্পনাটা তুঙ্গে ওঠে। তবে এখনও পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতির পদে কোনও বদল দেখতে পাওয়া যায়নি। কে হবেন পরের রাজ্য সভাপতি তা নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন রোজই তৃণমূলের বিরুদ্ধে অল আউট অ্যাটাকে নামতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের মতো নেতাদের। এরইমধ্যে অগ্নিমিত্রা পালের প্রশংসায় পোস্টার পড়ে কেষ্টপুরে। তাঁকে বঙ্গ বিজেপির সভাপতি করা নিয়ে চাপানউতোর শুরু হতেই ছেড়ে কথা বললেন না দিলীপ ঘোষ। 

দিলীপ সাফ বললেন, “মুখ্যমন্ত্রী তো অভিষেককেও চাইছে সবাই! হবে? চাইতে কী আছে! স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না। আমাদের পার্টিতে সভাপতি নির্বাচিত হয়। অন্য পার্টিতে সভাপতি হয়ে জন্মায়। এটা পার্থক্য। তাই যতক্ষণ বিজেপিতে সবাই এ নিয়ে একমত হবে ততক্ষণ ঘোষণা হবে না। আর যা হবে সাংবিধানিক আধারে হবে। বিজেপি সংবিধান মেনে চলে। এই রাস্তাতেই বিজেপি এতদূর এসেছে।”    

সূত্রের খবর, গত ২৭ তারিখ কেষ্টপুরে এই পোস্টার পড়েছিল। কিন্তু, যাঁকে নিয়ে এই পোস্টার, যাঁকে নিয়ে এত শোরগোল সেই অগ্নিমিত্রা পাল ২৭ মার্চেই বলেছিলেন, “যাঁরা পোস্টার ফেলেছেন তাঁরা বোধহয় জানেন না আমাদের দলে আমি-র কোনও ব্যাপার নেই। ব্যক্তির কোনও ব্যাপার নেই, পুরোটাই টিম। যেভাবে সুকান্ত-শুভেন্দু-দিলীপবাবুরা লড়াই করতে শিখিয়েছেন আমরা সেভাবেই লড়াই করছি।”