নিয়োগ-বিধি বদল করল এসএসসি, প্রথম নিয়োগ হবে সাঁওতালি মাধ্যমে

ঋদ্ধীশ দত্ত |

Dec 21, 2020 | 10:39 PM

নতুন বিধি অনুসারে নিয়োগের পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। নয়া বিধি অনুসারে প্রথম সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে নিয়োগ করা হবে। সোমবার থেকেই আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল কমিশন।

নিয়োগ-বিধি বদল করল এসএসসি, প্রথম নিয়োগ হবে সাঁওতালি মাধ্যমে
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা সংক্রান্ত বিধি পরিবর্তন। নতুন বিধি অনুসারে নিয়োগের পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। নয়া বিধি অনুসারে প্রথম সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে নিয়োগ করা হবে। সোমবার থেকেই আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল কমিশন। পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।

১.উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য টেট দিতে হবে ১৫০ নম্বরের। ২. নবম-দশমে ১০০ নম্বরের জেনারেল পেপার ১০০ নম্বর বিষয় ভিত্তিক। ৩. একাদশ-দ্বাদশের ১০০ নম্বর জেনারেল ১০০ নম্বর বিষয়ের নম্বর। ৪. ফিজিক্যাল এডুকেশন ও ৫. ওয়ার্ক এডুকেশনে নিয়োগের জন্য প্রিলিমিনারি টেস্ট বা পিটি হবে ১৫০ নম্বরের যা এমসিকিউ টাইপ। ইন্টারভিউয়ের জন্য আলাদা নম্বর থাকবে না। নতুন নিয়োগ বিধি মেনে প্রথমেই সাঁওতালি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে।

আরও পড়ুন: এসেছে ৪৬ লক্ষ সিরিঞ্জ, রাজ্যে টিকাকরণের প্রস্তুতি তুঙ্গে

এই মুহূর্তে শূন্যপদ রয়েছে ৪০০-র থেকেও বেশি। এই পরিস্থিতিতে নির্বাচনের আগে দ্রুত নিয়োগ প্রক্রিয়া কার্যকর করতে চাইছে সরকার। বিধি বদলে পদ্ধতিকে আরও স্বচ্ছ করার প্রয়াস নেওয়া হয়েছে। দীর্ঘদিন জমে থাকা নিয়োগ সংক্রান্ত যাবতীয় ক্ষোভ প্রশমন করার প্রয়াস ভোট কতটা কার্যকরী ভূমিকা নেয় সেটাই দেখার।

আরও পড়ুন: নতুন রূপে করোনা হানা! বন্ধ ব্রিটেন-ভারত উড়ান পরিষেবা

Next Article