নতুন রূপে করোনা হানা! বন্ধ ব্রিটেন-ভারত উড়ান পরিষেবা

কেন্দ্র জানিয়েছে, ব্রিটেনের করোনা পরিস্থিতি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন রূপে করোনা হানা! বন্ধ ব্রিটেন-ভারত উড়ান পরিষেবা
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Dec 21, 2020 | 4:10 PM

নয়া দিল্লি: ব্রিটেনে (UK) দেখা দিয়েছে নতুন অভিযোজিত করোনাভাইরাস। যা আগের থেকে আরও ৭০ শতাংশ দ্রুত ছড়াচ্ছে। সেই আবহেই ব্রিটেনের সঙ্গে উড়ান পথে যোগাযোগ বন্ধ করল ভারত। ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন-গামী বা ব্রিটেন থেকে আগত সব বিমান নিষিদ্ধ করল ভারত সরকার।

কেন্দ্র জানিয়েছে, ব্রিটেনের করোনা পরিস্থিতি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারই নতুন অভিযোজিত করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কড়া লকডাউন কায়েম করেছে বরিস প্রশাসন। সে দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুসান হপকিন্স জানিয়েছেন, ৭০ শতাংশ দ্রুত ছড়াচ্ছে অভিযোজিত করোনা।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী মেট হ্যানকও জানিয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমতাবস্থায় লন্ডনের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন করার পথে হেঁটেছে বেলজিয়াম, নেদারল্যান্ড-সহ বেশ কয়েকটি দেশ। ভারতও সেই পথে হাঁটল। নতুন অভিযোজিত করোনাভাইরাসকে নিয়ে চিন্তায় গোটা বিশ্ব।

আরও পড়ুন: নতুন রূপে হানা দিয়েছে করোনা, ‘আউট অব কন্ট্রোল’ ব্রিটেন! তড়িঘড়ি বৈঠকে দেশের স্বাস্থ্যমন্ত্রক

তবে সোমবার সকালেই টুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ব্রিটেন থেকে আগত বিমান নিষিদ্ধ করার আবেদন করেছিলেন। স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছিলেন, সরকার সতর্ক আছে। নতুন অভিযোজিত করোনাভাইরাস নিয়ে দেশবাসীকে উদ্বিগ্ন না হওয়ারও আর্জি জানিয়েছিলেন তিনি।