
কলকাতা: ‘কাট অফ’ যেখানে ৭০ শতাংশের বেশি, সেখানেই থমকে নতুনরা। পূর্ণ নম্বর ৬০ পেয়েও চাকরি হয়নি একাধিক প্রার্থীর। মোট ২০ হাজারের সামান্য বেশি প্রার্থী ডাক পেয়েছেন। এসএসসি-র এগারো-বারোর শিক্ষক নিয়োগে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। এমনও অভিযোগ উঠছে, পূর্ণ নম্বর পেয়েও চাকরি হয়নি বহু প্রার্থীর। ইন-সার্ভিস শিক্ষকেরা অভিজ্ঞতার নম্বরের জোরে বাড়তি দশ নম্বর পেয়েছে। এবার ১০ নম্বরের বিরোধিতায় পথে নেমে বিক্ষোভ নবাগতদের। তা নিয়ে এবার বিবৃতি দিল স্কুল সার্ভিস কমিশন।
অভিযোগ এমনও উঠেছে, অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পেয়েছেন, এরকম কোনও কোনও চাকরিপ্রার্থী রয়েছেন, যাঁদের জন্ম ১৯৯৭ সালের পর। অর্থাৎ বয়সের নিরিখে যা কোনওভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন স্পষ্টতই জানিয়ে দিয়েছে, প্রাথমিক যে তালিকা প্রকাশিত হয়েছে, তা প্রার্থীদের দেওয়া অনলাইন তথ্যের উপর ভিত্তি করে। ৬০ নম্বর লিখিত পরীক্ষার মার্কস যোগ করে। এই তালিকার উপর তথ্য যাচাইকরণ করা হবে এবং তারপরে চূড়ান্ত ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে। যা রিজিয়ন ভিত্তিক হবে। পরে সেটি প্রকাশিত হবে। তাই সার্টিফিকেট ভেরিফিকেশন করার সময় অযোগ্য কোনও প্রার্থী থাকলে তা বাদ পড়ে যাবে।
উল্লেখ্য, এগারো-বারোর পরীক্ষায় ইংরেজিতে কাট অফ ৭৭, বাংলায় ৭৩, অঙ্কে ৭১ এবং ইতিহাসে ৭৫। অভিযোগ, এই উচ্চ কাট অফের জেরে একাধিক প্রার্থী ফুল মার্কস পেয়েও বাদ পড়েছেন। কমিশন সূত্রের দাবি, মোট ২০ হাজারের সামান্য বেশি প্রার্থীকে ডাকা হয়েছে, তার মধ্যে প্রায় ৫০ শতাংশই ফ্রেশার। যদিও এসএসসি-র এই বক্তব্যে চিড়ে ভেজেনি। পথে নবাগত পরীক্ষার্থীরা। করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তাঁরা।