School Service Commission: এখনও গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষায় আবেদন করেননি? সুখবর দিল SSC

Clerk and Group D examination: নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এসএসসি-কে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেইমতো প্রথমে নবম -দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ফলও বেরিয়েছে।

School Service Commission: এখনও গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষায় আবেদন করেননি? সুখবর দিল SSC
ফাইল ফোটোImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 01, 2025 | 6:34 PM

কলকাতা: গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় আবেদনের সময়সীমা নিয়ে বড় সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের। এখনও যেযব চাকরিপ্রার্থী আবেদন করে উঠতে পারেননি, তাঁদের জন্য সুখবর। আবেদন জানানোর সময়সীমা বাড়াল এসএসসি। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, চাকরিপ্রার্থীরা আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষায় বসার আবেদন জানাতে পারবেন। এর আগে নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তাতে আবেদন জানানোর শেষ দিন ছিল আগামী ৩ ডিসেম্বর। অর্থাৎ আবেদন জানানোর জন্য আরও ৫ দিন বাড়াল এসএসসি।

কেন আবেদন জানানোর সময়সীমা বাড়ানো হল?

আবেদন জানানোর সময়সীমা বাড়িয়ে এদিন বিজ্ঞপ্তিতে এসএসসি জানিয়েছে, অনেক চাকরিপ্রার্থী কমিশনের পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। প্রযুক্তিগত ইস্যু ও সার্ভার সমস্যার জন্য এটা হচ্ছে। সেইজন্য আবেদন জানানোর সময়সীমা বাড়ানো হচ্ছে। আগামী ৮ ডিসেম্বর বিকেল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন জানানো যাবে। আর ফি জমা করা যাবে ৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এসএসসি-কে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেইমতো প্রথমে নবম -দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ফলও বেরিয়েছে।

গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার আবেদন শুরু হয়েছে গত ৩ নভেম্বর। আবেদন জানানোর সময়সীমা ছিল ৩ ডিসেম্বর পর্যন্ত। সেটাই আরও ৫ দিন বাড়ানো হল। এদিকে, সুপ্রিম কোর্ট জানিয়েছে, চিহ্নিত দাগিরা নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। ফলে চিহ্নিত দাগিরা নিয়োগ পরীক্ষায় আবেদন করলে তাঁদের আবেদনপত্র বাতিল হবে বলে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে।