
কলকাতা: এসএসসি গ্রুপ সি মামলার সাক্ষ্যগ্রহণে বিশেষ সিবিআই আদালতে তুলকালাম কাণ্ড। বিচার প্রক্রিয়া চলাকালীনই তপ্ত হয়ে ওঠে আদালত কক্ষ। ভরা এজলাসেই অভিযুক্তের আইনজীবী ও সিবিআই আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডা। অভিযুক্তের আইনজীবীরা সিবিআই-এর আইনজীবীর দিকে তেড়ে যায় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক বুঝে সিবিআই-এর আইনজীবীরা আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
মঙ্গলবার গ্রুপ সি মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব ছিল। এসএসসি টেকনিক্যাল অফিসার রাজেশ লায়েকের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সে সময়েই তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুনানির মাঝেই সিবিআইয়ের বিশেষ সরকারি আইনজীবী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবীর মধ্যে বচসা চরম পর্যায়ে পৌঁছয়। বিচারকের সামনেই চলতে থাকে বচসা।
যে সময়ে এসএসসি-র নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে, সেখানে টেকনিক্যাল অফিসার পদে ছিলেন রাজেশ লায়েক। সোমবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন যখন সিবিআই-এর আইনজীবীরা জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন পাল্টা প্রশ্ন করেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবীরাও। তা নিয়েই বাগ বিতণ্ডা শুরু হয়। ব্যাপক হট্টগোল হয় আদালত কক্ষ। আদালত লক্ষ ছেড়ে বেরিয়ে যান সিবিআই-এর বিশেষ আইনজীবী।
মাঝের কিছুক্ষণের জন্য শুনানি বন্ধ থাকে। এই ধরনের ঘটনা আদালতকক্ষে নজিরবিহীন বলেই বলছেন বর্ষীয়ান আইনজীবীদের একাংশ। পরে অবশ্য সরকারি আইনজীবীরা আবার ফিরে আসেন। শুনানি পর্ব শুরু হয়।
উল্লেখ্য, ইডির মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ইতিমধ্যেই জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট। তবে এখনও তাঁর জেলমুক্তি হয়নি। ইডির মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় তাঁকে আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে!