AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Protest: ২০২২ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভ, চ্যাংদোলা করে গাড়িতে তুলছে পুলিশ, করুণাময়ীতে ধুন্ধুমারকাণ্ড

SSC Protest: নিয়োগের দাবিতে ফের উত্তাল রাজপথ। ২০২২ সালের টেট উত্তীর্ণদের আন্দোলনে ধুন্ধুমারকাণ্ড। করুণাময়ীতে জমায়েত হতে না হতেই ধরপাকড়।

SSC Protest: ২০২২ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভ, চ্যাংদোলা করে গাড়িতে তুলছে পুলিশ, করুণাময়ীতে ধুন্ধুমারকাণ্ড
চাকরিপ্রার্থীদের আন্দোলনে উত্তাল করুণাময়ীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 19, 2025 | 3:21 PM
Share

কলকাতা: আজ, মঙ্গলবার ফের রাজপথে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। প্রাথমিকে ৫০ হাজার নিয়োগের দাবিতে এদিন টেট উত্তীর্ণদের পর্যদ অফিস অভিযান ছিল। তার জন্য সকাল থেকে করুণাময়ীতে জমায়েত করেন হাজার হাজার চাকরিপ্রার্থী। কিন্তু মেট্রো স্টেশনের বাইরেই শুরু হয়ে যায় পুলিশি ধরপাকড়। জমায়েত হতে না হতেই আন্দোলনকারীদের চ্যাংদোলা করে রীতিমতো গাড়িতে তোলার চেষ্টা করে পুলিশ। গোটা বিষয়টি পয়েন্টার আকারে রইল…

News Update

  1. নিয়োগের দাবিতে মঙ্গলবার ফের উত্তাল হয়ে উঠল রাজপথ। ২০২২ সালের টেট উত্তীর্ণদের আন্দোলনে ধুন্ধুমারকাণ্ড করুণাময়ীতে। জমায়েত হতে না হতেই শুরু পুলিশি ধরপাকড়।
  2. এদিন সকাল থেকেই করুণাময়ী জমায়েত করছিলেন আন্দোলনকারীরা। শান্তিপূর্ণভাবে তাঁরা পর্ষদে আন্দোলনের কর্মসূচি নিয়েছিলেন। কিন্তু হঠাৎই তাঁদের জমায়েতে হঠাতে শুরু করে পুলিশ। শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি।
  3. জমায়েত থেকে রীতিমতো চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের গাড়িতে তুলতে থাকে পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কিতে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

    চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের নিয়ে যাচ্ছে পুলিশ

  4. এর মধ্যেই বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। রাস্তায় লুটিয়ে পড়েন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, এতগুলো বছর ধরে তাঁরা অপেক্ষা করছেন। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি। করুণাময়ীতে এই মুহূর্তে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভিড়।
  5. এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা তিন বছর টেট পাশ করে বসে রয়েছি। আমার বাবা-মা তো না খেতে পেয়েই মরে গেল। আর আমরাও তাই হব! আর পুলিশ, পুলিশের বাড়ির লোকের সঙ্গে এরকম হলে বুঝতে পারব।”
  6. চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে যেভাবে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তাতে অনেক চাকরিপ্রার্থীর জামা ছিঁড়ে যায়।
  7. এক চাকরিপ্রার্থী বলেন, “পুলিশ তো ক্রিমিন্যালের মতো আমাদের অ্যারেস্ট করছে। রাজ্যটা আসলে ভাতার রাজ্যে পরিণত হয়ে যাচ্ছে।”
  8. চাকরিপ্রার্থীদের একটাই দাবি, অন্ততপক্ষে তাঁদের ইন্টারভিউয়ের নোটিসটা জারি করা হোক। ৫০ হাজার চাকরিপ্রার্থী খালি হাতে বসে রয়েছে।
  9. চাকরিপ্রার্থীদের করুণাময়ীর বাইরে বার করার চেষ্টা করছে পুলিশ। আন্দোলনকারীরা ফুঁসছেন, “আমরা কি জঙ্গি?”
  10. দুপুর ১টার সময়ে বেশ কিছুটা পরিস্থিতি আয়ত্তে নিয়ে আসে পুলিশ। মাঝে ঘণ্টা দেড়েকের বিরতি। তারপর আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অন্য আরও দুটি মিছিল কয়েক হাজার চাকরিপ্রার্থী করুণাময়ীতে অন্য দিক থেকে এসে হাজির হয়।
  11. দুপুর ৩টে থেকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী চত্বর। আবারও শুরু হয় পুলিশি ধরপাকড়। তবে এক্ষেত্রে পুলিশকে কিছুটা বেকায়দায় পড়তে হয়।
  12. এক চাকরিপ্রার্থী বলেন, “যেখানে OBC-র বাহানা নেই, OBC-র ঝামেলা মিটলে ৭২ ঘণ্টার মধ্যে নোটিস দেওয়ার কথা বলেছিলেন। এখন কি শীতঘুমে? ইন্টারভিউ কবে হবে? সামনেই বিধানসভা। ভোট পেরিয়ে গেলেই, হাতের পুতুলের মতো নাচব। বাড়িতে ঢুকতে পারছি না।”