AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Candidate list: SSC বের করল অযোগ্যদের তালিকা, লিস্টে রয়েছেন ৩,৫১২ জন

SSC Candidate list: SSC বের করল অযোগ্যদের তালিকা, লিস্টে রয়েছেন ৩,৫১২ জন

TV9 Bangla Digital

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Nov 04, 2025 | 10:07 AM

Share

যে তালিকা SSC প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, ওএমআর (OMR) জালিয়াতি আর সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছেন ২ হাজার৫৯১ জন। র‌্যাঙ্ক জাম্প  ওআউট অব প‍্যানেল মিলিয়ে আরও  ৯২১ জন। গতবার যখন অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ্যে আসার পরই দেখা গিয়েছিল ভূরি-ভূরি রয়েছেন তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম।

প্রকাশিত হল এসএসসি (SSC)-র অযোগ্যদের তালিকা। আগেই দাগি শিক্ষকদের নামের তালিকা বের করেছিল এসএসসি। আর এবার গ্রুপ সি ও গ্রুপ ডি-র তালিকা প্রকাশ করল কমিশন। এসএসসি-র তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম রয়েছে মোট ৩ হাজার ৫১২ জনের নাম। যে তালিকা SSC প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, ওএমআর (OMR) জালিয়াতি আর সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছেন ২ হাজার৫৯১ জন। র‌্যাঙ্ক জাম্প  ওআউট অব প‍্যানেল মিলিয়ে আরও  ৯২১ জন। গতবার যখন অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ্যে আসার পরই দেখা গিয়েছিল ভূরি-ভূরি রয়েছেন তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম। আর এবারও তার অন্যথা হল না। গ্রুপ সি ও গ্রুপ ডি-র তালিকাতেও রয়েছে একাধিক অযোগ্য শিক্ষাকর্মীদের নাম যাঁরা তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ।

Published on: Nov 03, 2025 11:11 PM