SIR in Bengal: প্রায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ, খসড়া তালিকা থেকে আর কোন কোন তথ্য় উঠে আসছে?
SIR: কমিশনের ওয়েবসাইটে গিয়ে চেক করলেই যে কেউ দেখতে নিতে পারবেন তার নাম রয়েছে না বাদ দিয়েছে। দিতে হবে এপিক নম্বর। পাশাপাশি বাদের খসড়া তালিকা ধরে আলাদা একটি লিস্টও দিয়েছে কমিশন। সূত্রের খবর, সাতদিন পর থেকে শুনানি শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।
কলকাতা: বাদ পড়েছে ৫৮ লক্ষের বেশি নাম। এসআইআর-এর খসড়া ভোটার তালিকা সামনে আসতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে নাগরিক মহলে। মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত, নিখোঁজ ভোটারের নাম বাদ গিয়েছে। বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। কমিশনের ওয়েবসাইটে গিয়ে চেক করলেই যে কেউ দেখতে নিতে পারবেন তার নাম রয়েছে না বাদ দিয়েছে। দিতে হবে এপিক নম্বর। পাশাপাশি বাদের খসড়া তালিকা ধরে আলাদা একটি লিস্টও দিয়েছে কমিশন। সূত্রের খবর, সাতদিন পর থেকে শুনানি শুরু করতে চলেছে নির্বাচন কমিশ
Latest Videos

