SSC Case in High Court: SSC মামলায় এবার আরও তৎপরতা, ‘সুপ্রিম’ নির্দেশ মিলতেই জরুরি ভিত্তিতে শুনানি

SSC Case in High Court: সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

SSC Case in High Court: SSC মামলায় এবার আরও তৎপরতা, 'সুপ্রিম' নির্দেশ মিলতেই জরুরি ভিত্তিতে শুনানি
আদালতে নিয়োগ মামলাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 1:50 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা চলছে দীর্ঘদিন ধরে। মাসের পর মাস আদালতের দরজায় ঘুরছেন চাকরি প্রার্থীরা। মামলার ভিত্তিতে অনেককে গ্রেফতার করা হয়েছে ঠিকই, তবে বঞ্চিতরা এখনও সেই আঁধারেই রয়েছেন। তাঁদের একটাই দাবি, স্কুলে যেতে চাই, নিয়োগ চাই। মামলার পর মামলায় হতাশা আরও বেড়েছে তাঁদের। তাই এবার সুপ্রিম নির্দেশে শুরু হয়েছে তৎপরতা। মামলার নিষ্পত্তি করার সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। এবার হাইকোর্টে নতুন ডিভিশন বেঞ্চে এসএসসি সংক্রান্ত মামলার দৃষ্টি আকর্ষণ করলেন নিয়োগ মামলার আইনজীবীরা।

সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কবে শুনানি হবে আদালতের তরফ থেকে ঠিক করে জানানো হবে।

শীর্ষ আদালতের নির্দেশ ছিল দ্রুত সিবিআই তদন্ত শেষ করতে হবে ও নিয়োগ সংক্রান্ত সব মামলার নিষ্পত্তি করতে হবে। সেই নির্দেশ মতো হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এসএসসি সংক্রান্ত মামলা শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করেছেন। সেই বেঞ্চেই হবে শুনানি।

উল্লেখ্য, কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে ছিল নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। সব মামলা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ৬ মাসের মধ্যে শুনানি শেষ করতে হবে, সিবিআই-কেও বলা হয়েছে সব মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করতে হবে।