Prasanna Roy News: দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভিলায় বাস, প্রসন্নর কীর্তি ফাঁস TV9 বাংলায়
নারকেলডাঙায় টালির বাড়িতে বড় হওয়া রাকেশ কীভাবে হলেন 'জমিদার', তদন্তে নেমে চোখ কপালে তদন্তকারীদের। নিউটাউনে রবিরশ্মি হাউসিং কমপ্লেক্সে ২টি বিলাসবহুল ভিলা সহ একটি বাগানবাড়িরও মালিক তিনি
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গোয়েন্দাদের জালে লিঙ্কম্যান। গ্রেফতার প্রসন্ন রায় ওরফে রাকেশ। নারকেলডাঙায় টালির বাড়িতে বড় হওয়া রাকেশ কীভাবে হলেন ‘জমিদার’, তদন্তে নেমে চোখ কপালে তদন্তকারীদের। নিউটাউনে রবিরশ্মি হাউসিং কমপ্লেক্সে ২টি বিলাসবহুল ভিলা সহ একটি বাগানবাড়িরও মালিক তিনি। সরকারি স্কুলের মাস্টারমশাইয়ের ছেলে রাকেশের এই প্রতিপত্তি কীভাবে, তদন্তে গোয়েন্দারা।
সোমবার নিউটাউনের বিলাসবহুল আবাসনের নিরাপত্তী রক্ষীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, প্রসন্ন রায় ওরফে রাকেশ এখানে থাকত তার দ্বিতীয় স্ত্রী নীলিমার সঙ্গে। ১২ নম্বর ভিলায় থাকত থাকত রাকেশ ও নীলিমা। রবিরশ্মিতে রাকেশের ২টি ভিলা রয়েছে বলে জানান ওই নিরাপত্তারক্ষী।
রাজারহাটে মোক্তারপুরে গিয়ে TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল রাকেশের বাগানবাড়ির ছবিও। স্থানীয়দের কাছে এই বিলাসবহুল বাগানবাড়ি পার্থর বাড়ি নামেও খ্যাত। জানা গিয়েছে, বিলাসবহুল ভিলা এবং বাগানবাড়িই নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত রাকেশ ও তার পরিবারের নামে রয়েছে একাধিক জমিজমাও।