কলকাতা: বেতন বৈষম্যের দাবিতে অনশন কর্মসূচি প্রত্যাহার করল নার্সেস ইউনিটি। হাইকোর্টে বিষয়টি বিবেচনাধীন এবং কলকাতা পুরসভার ভোট ঘোষণা হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সংগঠনের তরফে। ১৫ দিনের বেশি সময় ধরে চলা এই আন্দোলন অবশেষে প্রত্যাহার করায় স্বস্তি রোগী ও তাঁদের পরিবারের মধ্যেও। নার্সেস ইউনিটির সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় জানান, “সারা পশ্চিমবঙ্গব্যাপী এই আন্দোলনে নাগরিক সমাজে ব্যাপক সাড়া পড়েছে এবং ঐক্যবদ্ধ শক্তিশালী আন্দোলন গড়ে উঠেছে। গত ১৮, ২২ ও ২৭ তারিখের মিছিলে রাজ্যের হাজার হাজার নার্স অংশগ্রহণ করেছেন।”
নার্সেস ইউনিটির তরফে ভাস্বতী মুখোপাধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানান, ‘পুরো বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি মামলা চলছে এবং হাইকোর্টেও আমরা আমাদের দীর্ঘদিনের বেতন বৈষম্যের বিষয়টি তুলে ধরেছি। এ ছাড়াও কলকাতা পুরনিগমে নির্বাচন ঘোষিত হয়েছে। সমগ্র বিষয়টি বিবেচনা করে আমরা আমাদের অনশন অবস্থানের যে কর্মসূচি চলছিল তা সোমবার সমাপ্ত করার সিদ্ধান্ত নিলাম। আমরা যেভাবে দাবি আদায়ের লক্ষ্যকে স্থির রেখে দৃঢ়ভাবে আন্দোলনে এগিয়ে নিয়ে চলেছি সেই আন্দোলন আমাদের চলবে। আমরা রাজ্য সরকারকে এক মাসের সময়সীমা দিতে চাই। এই সময়ের মধ্যে প্রতিশ্রুতি মতো বেতন বৈষম্য সংক্রান্ত দাবি সরকার পূরণ না করলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করব।’
নার্সদের দাবি, সম পদমর্যাদায় সমান বেতন। এই দাবি নিয়ে প্রথম দফার আন্দোলন হয়েছিল ২৬ জুলাই থেকে ৬ অগস্ট। আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দেয় রাজ্য সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু সময়সীমার তিন মাস কেটে গেলেও দাবি পূরণ হয়নি বলে দাবি নার্সদের। উল্টে ১১ জন নার্সকে বদলি করে দেওয়া হয় বলে অভিযোগ তোলেন তাঁরা।
নার্সেস ইউনিটির বক্তব্য, ‘দীর্ঘ দিনের বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন চলছিল। তাকে দুর্বল করতে রাজ্য সরকার এসএসকেএম হাসপাতালের ১১ জন্য নার্স-সহ গোটা পশ্চিমবঙ্গের ৩৫ জন নার্সিং স্টাফকে বদলি করে দেয়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিন মাস আগে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেই প্রতিশ্রুতি রক্ষা না করে আন্দোলনকারী নার্সদের ট্রান্সফারের অর্ডার জারি করে রাজ্য সরকার।’
অভিযোগ, এই বদলি অনৈতিক ও নজিরবিহীন। তারই প্রতিবাদে গত ১৩ নভেম্বর থেকে প্রথমে এসএসকেএম হাসপাতালের নার্সিং সুপারকে ঘেরাও করা হয় এবং তারপর অনশন অবস্থান কর্মসূচি শুরু হয়। গত ১৭ দিন যাবৎ অনশন,অবস্থান, বিক্ষোভ, মিছিল ইত্যাদি সংগঠিত হয়েছে এই বদলির প্রতিবাদে। একই সঙ্গে প্রতিবাদমঞ্চ থেকে বেতনের বৈষম্য নিয়েও সরব হন তাঁরা।
এদিকে এই মামলার আঁচ পৌঁছয় কলকাতা হাইকোর্টের অন্দরে। একটি সংগঠনের তরফে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এসএসকেএম হাসপাতালে নার্সদের বিক্ষোভ নিয়ে এই মামলা হয়। মামলাকারীর দাবি, হাসপাতাল চত্বরে এই বিক্ষোভ চলতে পারে না। এতে স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। যা জনস্বার্থ বিরোধী। যেহেতু হাইকোর্টে বিষয়টি বিবেচনাধীন এবং ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট তাই আপাতত এই আন্দোলন থেকে সরে দাঁড়ালেন নার্সরা।