Aniket Mahato: আরজি করেই পোস্টিং, অনিকেত মাহাতোর মামলায় নির্দেশকে চ্যালেঞ্জ স্বাস্থ্য ভবনের

Aniket Mahato: কাউন্সেলিং-এ আরজি করের কথা জানালেও পোস্টিং-এর তালিকা প্রকাশের সময় দেখা যায়, তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনিকেত মাহাতো।

Aniket Mahato: আরজি করেই পোস্টিং, অনিকেত মাহাতোর মামলায় নির্দেশকে চ্যালেঞ্জ স্বাস্থ্য ভবনের
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 26, 2025 | 5:12 PM

কলকাতা: অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য স্বাস্থ্য দফতর। জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে আরজি করেই পোস্টিং দিতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল স্বাস্থ্য ভবন।

কাউন্সেলিং-এ আরজি করের কথা জানালেও পোস্টিং-এর তালিকা প্রকাশের সময় দেখা যায়, তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনিকেত মাহাতো। প্রশ্ন ওঠে, পছন্দ মতো পোস্টিং যদি না দেওয় হয়, তাহলে কাউন্সেলিং করা হয় কেন? অভিযোগ ছিল, একমাত্র তিনি ও আর ২ জনকে সেই পছন্দের জায়গা দেওয়া হয়নি। বাকিরা নিজেদের পছন্দ মতো পোস্টিং পেয়েছে।

সেই মামলায় রাজ্যের তরফে আইনজীবী নিজের সওয়ালে বলেন, স্নাতকোত্তর পরীক্ষায় অনিকেতের র‌্যাঙ্ক হল ২৪। আরজি করেই মেধার ভিত্তিতে কাজ করতে দিতে হবে, এটা তিনি কী করে দাবি করতে পারেন? দুই পক্ষের সওয়াল শোনার পর এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে। সেই নির্দেশকেই এবার চ্যালেঞ্জ করল রাজ্য।