Calcutta High Court: অনিকেত মাহাতোর বদলি মামলায় বড় ধাক্কা রাজ্যের, রায় দিতে গিয়ে কী বললেন বিচারপতি?
Calcutta High Court on Aniket Mahato case: জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো আদালতে জানান, পোস্টিং কোথায় চান, সকলের কাছে জানতে চাওয়া হয়েছিল। একমাত্র তিনি ও আর ২ জনকে সেই পছন্দের জায়গা দেওয়া হয়নি। বাকিরা নিজেদের পছন্দ মতো পোস্টিং পেয়েছে। সেই বদলি বিতর্ক মামলায় এদিন বড় নির্দেশ দিল হাইকোর্ট।

কলকাতা: তিলোত্তমাকাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ তিনি। সেই অনিকেত মাহাতোর বদলির মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। অনিকেত মাহাতোকে পছন্দের পোস্টিংই দিতে হবে। বুধবার এই নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ। রায় দিতে গিয়ে বিচারপতি এদিন বলেন, অনিকেতকে রায়গঞ্জে বদলি রাজ্যের সিরিয়াস ভুল। রাজ্যের নোটিফিকেশন খারিজ করল হাইকোর্ট। রায়গঞ্জে যাওয়ার নোটিস বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি। তিনি নির্দেশ দিলেন, আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকেতকে।
এদিন অনিকেতের বদলি মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বলেন, “এটা খুব লজিক্যাল বিষয় যে প্রার্থীর মেধার ভিত্তিতেই তাঁর পোস্টিং হবে। অন্যদের তুলনায় উচ্চ মেধার প্রার্থীর ক্ষেত্রে প্রতিটি কলেজ, প্রতিষ্ঠানকে ওই প্রার্থীদের পছন্দের জায়গা নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। রাজ্য মেধার ভিত্তিতে নিয়োগে সদিচ্ছা প্রকাশ করেনি। শীর্ষ আদালতের রায় এই মামলায় প্রতিফলিত হয়নি রাজ্যের আচরণে।”
তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনিকেত মাহাতো। তিনি আদালতে জানিয়েছিলেন, পোস্টিং কোথায় চান, সকলের কাছে জানতে চাওয়া হয়েছিল। একমাত্র তিনি ও আর ২ জনকে সেই পছন্দের জায়গা দেওয়া হয়নি। বাকিরা নিজেদের পছন্দ মতো পোস্টিং পেয়েছে।
রাজ্যের তরফে আইনজীবী নিজের সওয়ালে বলেন, স্নাতকোত্তর পরীক্ষায় অনিকেতের র্যাঙ্ক হল ২৪। আরজি করেই মেধার ভিত্তিতে কাজ করতে দিতে হবে, এটা তিনি কী করে দাবি করতে পারেন? দুই পক্ষের সওয়াল শোনার পর এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিলেন, আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে।
