Calcutta High Court: ‘অনিকেত মাহাতোর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়’, স্পষ্ট নির্দেশ দিল হাইকোর্ট
Calcutta High Court: রাজ্য সরকার মাত্র কয়েকজনকে কেন ট্রান্সফার করেছে? এই নিয়েই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে রাজ্যের বক্তব্য ছিল, এই মামলা কি আদৌ শুনবে হাইকোর্ট? বুধবার এই প্রশ্নেরই নিষ্পত্তি করল কোর্ট।

কলকাতা: কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি অনিকেত মাহাতো সহ আরও তিনজনের। রাজ্যের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। সিভিল সার্ভিস তাই স্যটে ট্রাইব্যুনালে যাবতীয় মামলা হবে। আর তাঁদের (জুনিয়র চিকিৎসকদের) বেতন যেহেতু রাজ্য দেয় তাই ট্রাইব্যুনালে মামলা হওয়া উচিত। রাজ্যের এই বক্তব্যই খারিজ করল আদালত।
রাজ্য সরকার মাত্র কয়েকজনকে কেন ট্রান্সফার করেছে? এই নিয়েই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে রাজ্যের বক্তব্য ছিল, এই মামলা কি আদৌ শুনবে হাইকোর্ট? বুধবার এই প্রশ্নেরই নিষ্পত্তি করল কোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, হাইকোর্টেই হবে যাবতীয় মামলা। আর বাকি আবেদনের শুনানি হবে এই এজলাসেই। স্পষ্ট জানাল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ।
চিকিৎসকদের বক্তব্য ছিল, তাঁরা MD, MS course করছিলেন। যাকে চুক্তিবদ্ধ বলা যায়। কোনও রকম চাকরি তাঁরা করছেন না। আর যদি কোনও নিয়োগ করতেই হতো তাহলে বিজ্ঞপ্তি দিতে হয় প্রথমে। তাঁরা কেউ নিয়োগ পদ্ধতির আওতায় পড়েন না।
এরপর এ দিন শুনানির সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, এই ধরনের পদক্ষেপ করার আগে রাজ্য ভবিষ্যতে আর একবার ভাববে। এতে আদালতের সময় বাঁচবে। আর মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিকেত মাহাতোর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিত বসু।

