AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Om prakash Mishra: দুর্নীতির তদন্তের মাঝেই ওমপ্রকাশকে ফের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পাঠাল রাজ্য

Om prakash Mishra: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ওমপ্রকাশ। পরে সেই পদে সঞ্চারী রায় মুখোপাধ্যায়কে নিয়োগ করেন আচার্য। তাঁকেই ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্তের ভার দেওয়া হয়েছিল।

Om prakash Mishra: দুর্নীতির তদন্তের মাঝেই ওমপ্রকাশকে ফের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পাঠাল রাজ্য
ওমপ্রকাশের বিরুদ্ধে চলছে তদন্ত
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 7:39 PM
Share

কলকাতা: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আর্থিক বেনিয়মের অভিযোগে প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তদন্ত নিয়ে তৎপরতা দেখিয়েছেন তিনি। এরই মধ্যে ওমপ্রকাশ মিশ্রকে সেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্মসমিতিতে পাঠাল রাজ্য সরকার। প্রাক্তন এই উপাচার্যকে ঘিরে আরও একবার রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকট হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ওমপ্রকাশ। পরে সেই পদে সঞ্চারী রায় মুখোপাধ্যায়কে নিয়োগ করেন আচার্য। তাঁকেই ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্তের ভার দেওয়া হয়েছিল। সূত্রের খবর, তাঁর তদন্তে খুব একটা খুশি হননি উপাচার্য। সম্প্রতি আবারও উপাচার্য বদল করা হয়েছে। আইন বিভাগের অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায়কে অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করেছেন রাজ্যপাল।

এরই মধ্যে মঙ্গলবার রাজ্য তথা শিক্ষা দফতরের নোটিসে ফের চমক। উচ্চশিক্ষা সংসদের নমিনি করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওমপ্রকাশ মিশ্রকে পাঠিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ সরাসরি কোনও পদে না থাকলেও সদের নমিনি করে কর্মসমিতিতে রাখা হয়েছে তাঁকে। একদিকে যখন তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে, তার মধ্যে ওমপ্রকাশকে সেই বিশ্ববিদ্যালয়েই পাঠানো হল কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কিছুদিন আগেই সাংবাদিক বৈঠক করে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ওমপ্রকাশ মিশ্র। পরে তাঁর বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর ওমপ্রকাশকেই উপাচার্য করেছিলেন রাজ্যপাল। কিন্তু পরে আর তাঁর মেয়াদ বাড়ানো হয়নি।