Calcutta High Court: রয়েছে রক্ষাকবচ, শুভেন্দুর বিরুদ্ধে FIR দায়ের করতে চেয়ে হাইকোর্টে রাজ্য

Suvendu Adhikari: ২০২২-এ শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্দেশ ছিল, শুভেন্দুর বিরুদ্ধে কোনও এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে।

Calcutta High Court: রয়েছে রক্ষাকবচ, শুভেন্দুর বিরুদ্ধে FIR দায়ের করতে চেয়ে হাইকোর্টে রাজ্য
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 14, 2025 | 2:38 PM

কলকাতা: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় রাজ্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনই আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে। সম্প্রতি নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন শুভেন্দু। এছাড়াও রাজ্য সরকার ও শাসক দলের বিরোধিতায় বারবার, বিভিন্ন ইস্যুতে পথে নামতে দেখা যায় তাঁকে। রাজ্যের দাবি, নিয়ম ভেঙে মিছিলে যোগ দিচ্ছেন শুভেন্দু, সেই কারণেই এফআইআর দায়ের করার এই আবেদন।

বৃহস্পতিবার এই ইস্যুতে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। নতুন আবেদন করার জন্য বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবীর বক্তব্য, এই মামলা শোনার এক্তিয়ার এই এই আদালতের নেই। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, উপযুক্ত আদালত থেকে ইনস্ট্রাকশন না আনলে এই আদালত নতুন আবেদন শুনতে পারে না।

২০২২-এ কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষাকবচ দিয়েছিল শুভেন্দুকে। রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে নির্দেশ ছিল, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে।

ডিসেম্বরে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআর-এ স্থগিতাদেশ দেয়। শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে বলে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল। সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্টও।