Doctors: মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে? রাজ্য গ্রিভান্স সেলকে প্রশ্ন জুনিয়র ডাক্তারদের
Doctors: ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অনিকেত কর বলেন, মার্চে মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচনের কথা বলা হয়েছিল। কিন্তু, ফেব্রুয়ারির প্রথম ১০ দিন পেরিয়ে গেলেও তা নিয়ে কোনও উদ্যোগ দেখা যায়নি। এদিন বিষয়টি উত্থাপন করা হয় বৈঠকে।

কলকাতা: চিকিৎসকদের অভাব-অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ ফেব্রুয়ারি ধনধান্য স্টেডিয়ামে সিনিয়র-জুনিয়র চিকিৎসক, পড়ুয়াদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘চিকিৎসায় অপর নাম সেবা’। মুখ্যমন্ত্রীর সেই বৈঠকের আগে মেডিক্যাল কলেজগুলিতে বৈঠক করছেন রাজ্য গ্রিভান্স সেলের সদস্যরা। মঙ্গলবার কলকাতার দুটি মেডিক্যাল কলেজে চিকিৎসক, পড়ুয়াদের সঙ্গে তাঁরা বৈঠক করেন। সেখানে মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন থেকে শুরু করে চিকিৎসক ঘাটতির কথা উঠে আসে।
মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে চিকিৎসক, পড়ুয়াদের অসন্তোষের হদিশ পেতে মেডিক্যাল কলেজগুলিতে বৈঠক করছে রাজ্য গ্রিভান্স সেল। এদিন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও এনআরএসে চিকিৎসক, পড়ুয়াদের সঙ্গে বৈঠক করেন রাজ্য গ্রিভান্স সেলের সদস্যরা। গ্রিভান্স সেলের চেয়ারম্যান সৌরভ দত্ত দুটি মেডিক্যাল কলেজে বৈঠকেই উপস্থিত ছিলেন। দুটি বৈঠকেই চিকিৎসকের ঘাটতি নিয়ে সরব হন মেডিক্যাল কলেজগুলির বিভাগীয় প্রধানরা।
কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ২৬টা মেডিক্যাল কলেজে রয়েছে রাজ্যে। ফ্যাকাল্টির সমস্যা সব মেডিক্যাল কলেজেই রয়েছে। সেগুলি তুলে ধরা হয়েছে। সেন্ট্রাল রেফারেল সিস্টেম কার্যকর নিয়েও প্রশ্ন উঠেছে আলোচনায়।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অনিকেত কর বলেন, “মার্চে মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচনের কথা বলা হয়েছিল। কিন্তু, ফেব্রুয়ারির প্রথম ১০ দিন পেরিয়ে গেলেও তা নিয়ে কোনও উদ্যোগ দেখা যায়নি। এদিন বিষয়টি উত্থাপন করা হয় বৈঠকে।” স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও হাসপাতালগুলিতে দালালরাজ শেষ করতে কী পদক্ষেপ করা হয়েছে, সেই প্রশ্নও তোলেন জুনিয়র ডাক্তাররা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংগঠনগুলিকে আমন্ত্রণ জানানো হবে কি না, এই প্রশ্নের উত্তরে রাজ্য গ্রিভান্স সেলের চেয়ারম্যান সৌরভ দত্ত বলেন, “কোনও সংগঠনকেই আলাদা করে ডাকা হচ্ছে না। যাঁরা চাইবেন, তাঁরা সেখানে থাকতে পারবেন।” মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন ও সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে তিনি বলেন, “ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখনও কোনও কিছু আমাদের জানানো হয়নি। সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা নিশ্চয় ভাবব।”
মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসক ঘাটতির কথা মেনে নিয়ে তিনি বলেন, “আদালতে মামলার জন্য চিকিৎসকদের নিয়োগ নিয়ে একটা সমস্যা রয়েছে। তারপরও কী করা যায়, তা নিয়ে আমরা ভেবে দেখব।”

