কলকাতা: প্রাথমিক (TET Primary) শিক্ষক নিয়োগে উঠল স্থগিতাদেশ। বৃহস্পতিবারই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যার ফলে আপাতত প্রাইমারি টেটের নিয়োগে আর কোনও বাধা রইল না। তবে আগামী দু’সপ্তাহের মধ্যে পর্ষদকে যথাযথ মেধা তালিকা প্রকাশ করতে হবে। এ দিন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
গত ২২ ফেব্রুয়ারি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ এই নিয়োগে স্থগিতাদেশ দিয়েছিল। মেধা তালিকায় অস্বচ্ছতা থাকায় এই স্থগিতাদেশ দেওয়া হয়। তবে ডিভিশন বেঞ্চ সে যুক্তিতে মান্যতা দেয়নি। তাই আপাতত নিয়োগ পদ্ধতি চলতে পারে, নির্দেশ কোর্টের।
গত ১১ ডিসেম্বর ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ২৩ ডিসেম্বরে জারি হয় বিজ্ঞপ্তি। গত ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয় মেধাতালিকা। এমনকি নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে যায়। কিন্তু এরইমধ্যে নিয়োগ তালিকা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীদের একাংশ। আদালতে যান তাঁরা।
আরও পড়ুন: কো-উইনের ‘ফাঁড়া’ কাটিয়ে ছন্দে ফিরছে করোনার টিকাকরণ, স্বস্তি প্রবীণদের
এরপরই গত ২২ ফেব্রুয়ারি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ এই নিয়োগে স্থগিতাদেশের কথা জানায়। কিন্তু সে স্থগিতাদেশ এদিন তুলে দিল আদালত। এর ফলে চাকরিপ্রার্থীরা যেমন স্বস্তিতে। একইভাবে স্বস্তিতে রাজ্য সরকারও। ভোটের মুখে এই নিয়োগ-ইস্যুকে সামনে রেখে শাসকদলকে বারবার আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। এ দিনের নির্দেশ তৃণমূল সরকারের স্বস্তি বাড়াল। ১৫,২৮৪ জনের নিয়োগ করেছিল বোর্ড। তাতে এই মুহূর্তে আর কোনও বাধা নেই। তবে নিয়োগ বৈধ কি না সেটা আদালতে মামলার নিষ্পত্তির ওপর নির্ভর করবে।
আদালতের এই রায়ের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “যাঁরা চাকরির জন্য বিক্ষোভ দেখান, আবার তাঁরাই কোর্টের দরজা নাড়িয়ে এই প্রক্রিয়াকে বিলম্বিত করেন। সততা, স্বচ্ছতা, মেধাকে সামনে রেখেই তালিকা হবে। শিক্ষক নিয়োগ হচ্ছে, নিশ্চয়ই চাকরিপ্রার্থীরা খুশি হবেন। “