Durga Puja 2025: ঝড়ের ধাক্কা! নিউটাউনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুজোর তোরণ

Weather of Durga Puja: অন্যদিকে উত্তরবঙ্গেও নানা প্রান্তে একই ছবি দেখা গিয়েছে। কোচবিহারের বিনাপানি ক্লাবের গেটও এক রাতের বৃষ্টিতেই ভেঙে পড়েছে। ধূপগুড়িতেও কার্যত একই ছবি দেখা গিয়েছে। রাস্তার মাঝে প্যান্ডেল ভেঙে পড়ায় যান চলাচল কার্যত অবরুদ্ধ হয়ে যায়।

Durga Puja 2025: ঝড়ের ধাক্কা! নিউটাউনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুজোর তোরণ
ঝড়ের জেরে বিপত্তি Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 01, 2025 | 6:56 PM

কলকাতা: হাওয়া অফিস বলছে নবমী থেকেই প্রবল দুর্যোগ। এরইমদ্যে ক্ষণিকের প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যয় নিউটাউনে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুজোর তোরণ। রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গাড়িতে ভেঙে পড়ল তোরণ। তবে গাড়িতে কেউ না থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। এদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে যায়। 

ঘটনাটি ঘটেছে নিউটাউনের আকন্দকিশোরী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের সামনেই এ ঘটনা ঘটে। মণ্ডপের সামনেই করা হয়েছিল লাইটের বিশাল গেট। কিন্তু কিছু সময়ের ঝড়-বৃষ্টির জেরে সেটা মুহূর্তেই রাস্তার উপর ভেঙে পড়ে। সেই সময় ঠিক রাস্তার পাশেই দাঁড়িয়েছিল একটি চারচাকা। তার উপরই ভেঙে পড়ে বাঁশের এই কাঠামোটি। 

অন্যদিকে উত্তরবঙ্গেও নানা প্রান্তে একই ছবি দেখা গিয়েছে। কোচবিহারের বিনাপানি ক্লাবের গেটও এক রাতের বৃষ্টিতেই ভেঙে পড়েছে। ধূপগুড়িতেও কার্যত একই ছবি দেখা গিয়েছে। রাস্তার মাঝে প্যান্ডেল ভেঙে পড়ায় যান চলাচল কার্যত অবরুদ্ধ হয়ে যায়। আবহাওয়া দফতর বলছে আরও দুর্ভোগ রয়েছে উত্তরবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় কমবেশি সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। ধস নামতে পারে পাহাড়ি এলাকায়। গভীর নিম্নচাপের জন্ম হয়েছে বঙ্গোপসাগরে। তার জেরে দক্ষিণবঙ্গেও দশমী, একাদশীতে রয়েছে দুর্যোগের পূর্বাভাস। নিম্নচাপের ঝড়-বৃষ্টিতে বিপত্তির ভয় ইতিমধ্যেই পুজো জাঁকিয়ে বসেছে পুজো উদ্যোক্তাদের মনে। এবার নিউটাউনের ঘটনায় নতুন করে আতঙ্ক বাড়ছে গোটা শহরেই। এখন দেখার কতটা নিরাপদে কাটে দশমীর বিসর্জন পর্ব।