
কলকাতা: মেসিকে এক ঝলক দেখার আশায় শনিবার উত্তাল হয়েছিল তিলোত্তমা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু মেসিকে এক ঝলক দেখার সুযোগটুকুও পাননি তাঁরা। মাঠে মেসির দেখা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার দর্শক। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে মুহূর্তের মধ্যে ‘উত্তপ্ত’ হয়ে যায় গোটা ময়দান চত্বর। যখন একদিকে চলছে তুমুল বিক্ষোভ চলছে স্টেডিয়ামে, চরম বিশৃঙ্খলা, ঠিক সে সময়েই আবার নিজের সামাজিক মাধ্যমে ছবি মেসির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন শুভশ্রী। আর তাতেই যেন সমস্ত ক্ষোভ উগরে পড়ে অভিনেতার ওপরেই। তাঁকে ট্রোল করা হয়। এবার তা নিয়েই মুখ খুললেন পরিচালক তথা বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।
সামাজিক মাধ্যমে একটি লম্বা পোস্ট করেছেন তিনি। শনিবারের ঘটনা একেবারেই অনভিপ্রেত বললেন তিনি। চরম ‘অরাজকতার’ও তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। রাজ লেখেন, “এটা ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। এই অরাজগতার সম্মুখীন আমরা আগেও হয়েছি ইস্টবেঙ্গল – মোহনবাগান ম্যাচে। তারপরেও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতায় ফাঁক থেকে গেল? আয়োজকেরা কী মেসি-র জনিপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? আমি অবশ্যই চাইবো দোষীরা শাস্তি পাক।”
শুভশ্রী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে আমন্ত্রিত ছিলেন। তাঁকে ট্রোল করার রাজ লেখেন, “এই অরাজকতার মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসি-র সঙ্গে ছবি পোস্ট করা। যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ক-কে একবারের জন্য দেখতে পেলেন না, প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের এই ক্ষোভ আসবেই৷”
রাজ নিজেই লিখেছেন, এমন কিছু ব্যক্তি ছবির নীচে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন, মেসির অনুষ্ঠানে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের থাকার কী ছিল! সেই সমস্ত ট্রোলারদের উদ্দেশে রাজ লেখেন, ” কিছু রাজনৈতিক নেতা যারা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুড়ছেন – ‘ একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কী দরকার? ‘, তাঁদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলিকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারও ফ্যান। সব কিছুর উপর তিনি একজন মানুষ।”
শুভশ্রীকে টার্গেট করে সামাজিক মাধ্যমে একটা বিকল্প ব্যাখ্যা তৈরি করা হচ্ছে। রাজের কথায়. “পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারীরিক গঠন থেকে, তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান – পরিবার সব কিছুই সমালোচনায় বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে? বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে?” তাঁর প্রশ্ন, “যদি কোনও বলিউডের পরিচিত মুখ থাকতেন, আপনাদের ন্যারেটিভ এমনই হত?” অভিনেত্রীর শেয়ার করা হাসিখুশি ছবি দেখে মেসি ভক্তদের রাগ আরও বেড়ে যায়। তাতেই এবার ক্ষোভ উগরে দেন রাজ।