কলকাতা: তবে কি এই বছরই শেষবার লোকসভা নির্বাচনে লড়াই করছেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপর কি রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন তিনি। ‘মেসির মতো মাঠ ছাড়াতে চেয়েছেন সুদীপ।’ প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের পরই শুরু জল্পনা। পাল্টা আবার তাঁকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তাপস রায়।
শুক্রবার বেলেঘাটায় প্রচারে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কুণাল ঘোষও। সেখান থেকেই তিনি অবসরের ইঙ্গিত দেন। বলেন, “আমি নয় বারের জনপ্রতিনিধি। এবার দশবার। মেসির মতো মাঠ ছাড়ব।” শুধু তাই নয়, সংশ্লিষ্ট কর্মিসভা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ভোট থাকুক মনে। দেবেন ঘরের কোণে।”
এ দিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবসরের জল্পনা প্রসঙ্গে তাপস বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ওনাকে অবসর নিতে হবে না। মানুষই হারিয়ে অবসর করিয়ে দেবে।” প্রসঙ্গত, এররাশ ক্ষোভ উগরে সম্প্রতি তৃণমূল ছেড়েছেন বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়। সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তীব্র কটাক্ষ করেছিলেন তিনি। তাঁর বাড়িতে ইডির তল্লাশি চালানো নিয়ে তোপ দেগেছিলেন সুদীপেরই উপরে। কানাঘুষো শোনা যাচ্ছে এই বছর উত্তর কলকাতা থেকে তাপসকে প্রার্থী করতে পারে বিজেপি। ফলে আসন্ন ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যদি তাপস রায় দাঁড়ান তাহলে তৃণমূল বিজেপি-র যে হাড্ডাহাড্ডি লড়াই উত্তর কলকাতাবাসী দেখবেন সে কথা বলার অপেক্ষা রাখে না। এ দিন, তাপস রায় বলেছেন, এবার উত্তর কলকাতায় নিঃশব্দ বিপ্লব হবে। তাঁর বক্তব্য, “মানুষের মনে ভোট আছে। আর ভোট কেন্দ্রের রাখা ইভিএম এ তা দেখিয়ে দেবে। নিঃশব্দ বিল্পব হবে এবার উত্তর কলকাতায় আর বাংলায়।”