AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujit Bose: ‘বলেছিলাম, যা খুশি করে নিন, ফোনটা ফেরত দিন…’, খুব ‘অসুবিধায়’ পড়েছেন সুজিত

Sujit Bose: ইডির তদন্তকারী দল শ্রীভূমি থেকে চলে যেতেই সাংবাদিক বৈঠকে বসে মোবাইল নিয়ে যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন সুজিত বসু। তাঁর বক্তব্য, তিনি অগ্নি নির্বাপণ দফতরের মতো একটি জরুরি পরিষেবার সংক্রান্ত দফতরের দায়িত্বে আছেন। অনুরোধ করেছিলেন, ফোনটি যাতে না নিয়ে যাওয়া হয়। কিন্তু মন্ত্রীর অনুরোধ শোনেননি ইডির অফিসাররা।

| Edited By: | Updated on: Jan 13, 2024 | 12:02 AM
Share

কলকাতা: দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে টানা সাড়ে ১৩ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। বাজেয়াপ্ত করেছে মন্ত্রীর মোবাইল। এর পাশাপাশি বেশ কিছু নথিপত্রও ইডির অফিসাররা নিয়ে গিয়েছেন সুজিত বসুর শ্রীভূমির বাড়ি থেকে। ইডির তদন্তকারী দল শ্রীভূমি থেকে চলে যেতেই সাংবাদিক বৈঠকে বসে মোবাইল নিয়ে যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন সুজিত বসু। তাঁর বক্তব্য, তিনি অগ্নি নির্বাপণ দফতরের মতো একটি জরুরি পরিষেবার সংক্রান্ত দফতরের দায়িত্বে আছেন। অনুরোধ করেছিলেন, ফোনটি যাতে না নিয়ে যাওয়া হয়। কিন্তু মন্ত্রীর অনুরোধ শোনেননি ইডির অফিসাররা।

সাংবাদিক বৈঠকে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বললেন, “আমার কাছে ফোন পর্যন্ত নেই। অগ্নি নির্বাপণের মতো জরুরি দফতরের দায়িত্বে আছি আমি। আমার ফোনটা পর্যন্ত বাজেয়াপ্ত করেছে।” তা নিয়ে কিছুটা অসন্তোষ মন্ত্রীর গলায়। এদিন রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানালেন সেই কথা। তাঁর বক্তব্য, “আমি বলেছিলাম, আপনারা যা খুশি করে নিন। ফোনটা আমাকে ফেরত দিন। কিন্তু শোনেনি। আমার ফোনটা নিয়ে গিয়েছে। এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধা।”

মোবাইল নিয়ে যাওয়ায় অসুবিধা হওয়ার কথা মেনে নিলেও মন্ত্রীর হুঙ্কার, কোনওভাবেই তাঁকে দমিয়ে রাখা যাবে না। বললেন, “কোনও প্রতিবন্ধকতা আমাদের আটকাতে পারবে না। আমরা ঠিক পথে আছি, মানুষের সঙ্গে আছি। মানুষের ভাল করার জন্য যা করার তাই করব।”

সুজিত বসুর বক্তব্য, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী দলের সঙ্গে সহযোগিতা করেছেন। আগামী দিনেও সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। যদিও সুজিতবাবু এও জানালেন, তাঁকে আর ডেকে পাঠায়নি ইডি। তবে যদি ডাকে, তবে তিনি অবশ্যই যাবেন।