
কলকাতা: কন্যাসন্তান জন্মের সময় বিল বিতর্কে জড়িয়েছিলেন হুগলির উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। হাসপাতালের বিল দাঁড়িয়েছিল ৬ লক্ষ টাকা। সেই প্রসঙ্গ তুলে এবার আরও এক অন্য দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদের দাবি, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন কাঞ্চনপত্নী। স্বামী বিধায়ক হওয়ার পরও, মোটা টাকা ভাতা পেয়েও স্ত্রী-কে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করানো হচ্ছে। এতেই বুঝতে হবে ‘লুটে খাওয়ার’ কোনও খামতি নেই তৃণমূলের। খোঁচা সুকান্তর। এই নিয়ে টিভি৯ বাংলার তরফে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে মুখ খুলেছেন তাঁরা বাবা।
সুকান্ত মজুমদার লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় গত ১৭ই অক্টোবর ২০২৫ তারিখের একটি লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্র ঘুরে বেড়াচ্ছে। সেখানে নাম সহ যে-যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা-তৃণমূল বিধায়কের স্ত্রী। এই প্রসঙ্গে লিখতে গিয়ে বালুরঘাটের সাংসদ ভোলেননি ৬ লক্ষ টাকা বিলের প্রসঙ্গও। তিনি লেখেন, ‘সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় জমা দেওয়া নিয়ে যাঁকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল, দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জ্বলজ্বল করছে এই আবেদনপত্রে।’
গত ১৭ই অক্টোবর ২০২৫ তারিখের একটি লক্ষীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।এটিতে নাম সহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা-তৃণমূল বিধায়কের স্ত্রী!
সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ… pic.twitter.com/t0MXT2racZ
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 4, 2025
তবে লক্ষ্মীর ভান্ডারের সত্যতা স্বীকার করে নিয়েছেন শ্রীময়ীর বাবা দীপক চট্টরাজ। তাঁর দাবি, বিয়ের আগে শ্রীমময়ী লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছিলেন। কিন্তু বিয়ের পর নতুন করে আবেদন করেছি কি না সেটা তাঁর জানা নেই। কাঞ্চনের সঙ্গে বিয়ে হবে বলে তো শ্রীময়ী জানত না। তখন কোটি কোটি মেয়েদের মতই শ্রীময়ী আবেদন করেছিলেন। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই পোস্ট করেছে বিজেপি। দাবি শ্রীময়ীর বাবার।