Supreme Court On Abhishek Banerjee: বড় স্বস্তি অভিষেকের, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ

Supreme Court On Abhishek Banerjee: হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।

Supreme Court On Abhishek Banerjee: বড় স্বস্তি অভিষেকের, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 'সুপ্রিম' স্থগিতাদেশ
সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 6:32 PM

কলকাতা: বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামায় বলা হয়েছিল, কুন্তল ঘোষের চিঠির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত সেই নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসীমা, বিচারপতি জেবি পার্দিওয়ালার ডিভিশন বেঞ্চ। অভিষেকের পক্ষে এদিন আইনজীবী অভিষেক মনু সিঙ্ভি সওয়াল করেন। পরের শুনানি ২৪ এপ্রিল। উল্লেখ্য, নিম্ন আদালতের বিচারককে একটি চিঠি লিখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগ তুলেছিলেন কুন্তল। তাঁর অভিযোগ, তাঁকে দিয়ে জোর করে একাধিক ব্যক্তির নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছে সিবিআই। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর অভিযোগ তুলেছেন তিনি।

সম্প্রতি কুন্তল আদালত চত্বরে দাবি করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ঘটনাচক্রে অভিষেক ঠিক তার আগের দিনই শহিদ মিনারে দাঁড়িয়ে এই একই কথা দাবি করেছিলেন। পরেরদিন কুন্তলের গলাতেও সেই সুর শোনা যায়। সাংবাদিকদের সামনে এই দাবি করার পর আলিপুর আদালতের বিচারককে অভিযোগ জানিয়ে চিঠি করেন। এই চিঠির ভিত্তিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে এবং নির্দেশনামায় জানিয়েছেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের তরফে যে পর্যবেক্ষণ করা হয়েছিল, সেখানে বেশ কিছু অংশ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসের নেতারা বার বার সেই পর্যবেক্ষণের বিরোধিতা করেছেন ইতিমধ্যেই। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে নির্দেশনামায় বলেছিলেন, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলায় হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।