কলকাতা: বৃষ্টি-বিপর্যস্ত শহরে সারাদিন ত্রাতার ভূমিকায় দেখা গেল তৃণমূল প্রার্থী সৌগত রায়কে। কখনও সটান পে লোডারের চালকের সিটে বসে বসে পড়েন বছর ৭৬-এর সৌগত, আবার কখনও ধুতি গুটিয়ে নর্দমায় বাঁশ নিয়ে জলে জোর খোঁচাখুচি। ভোটের আগে এই চিত্রকে ‘চিত্রনাট্য’ বলে বর্ণনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, কাঁচা অভিনেতা বলে দিলেন খোঁচাও। প্রশ্ন উঠেছে, ভোট বলেই কি সাংসদের এমন তৎপরতা? শুধু সৌগত নয়, পে লোডারে তাঁর পাশে দেখা গিয়েছে বরানগর উপ নির্বাচনে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও।
সংবাদমাধ্যমে এই সব ছবি প্রকাশ্যে আসার পর এক্স মাধ্যমে শুভেন্দু সেই ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “১৫ বছর ধরে সাংসদ। ১৫ বছর ধরে পুরসভার ক্ষমতায়। ১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায়। কিন্তু নির্বাচনের আগে, বেহাল নিকাশি ব্যবস্থার কারণে, জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন!” উল্লেখ্য়, দমদম লোকসভা কেন্দ্রে সাংসদ পদে হ্যাটট্রিক করেছেন তিনি। এবারও ঘাসফুলের প্রার্থী সৌগত। তাঁর এলাকার এমন অবস্থা নিয়েই কার্যত খোঁচা দিয়েছেন শুভেন্দু।
শুভেন্দুর বক্তব্য, সৌগতর কাজ দেখে মনে হচ্ছে, তৃণমূলে তিনি নব্য। ভিডিয়োটির ক্যাপশনে শুভেন্দু ‘দুর্বল চিত্রনাট্য’ ও ‘কাঁচা অভিনেতা’ বলে কটাক্ষ করেছেন। আরও লিখেছেন, ‘বয়স্ক সাংসদ পোজ দিয়ে জল নিকাশির চেষ্টায়।’
উল্লেখ্য, এদিন বরানগরে একটি বন্ধ কারখানার চিমনি ভেঙে পড়ে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর ভেঙে পড়ে সেটি। খবর পেয়ে সেখানে পৌঁছে যান সৌগত রায়। নিজেই পেলোডার চালিয়ে সরাতে শুরু করেন তিনি।
১৫ বছর ধরে সাংসদ।
১৫ বছর ধরে পৌরসভার ক্ষমতায়।
১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায়।কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন!
ভাব খানা এমন যেন, এই ছ’ মাস আগে তৃণমূল কংগ্রেস নামক এক দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম… pic.twitter.com/bjQwfliz2o— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 27, 2024