Suvendu Adhikary on Mamata Banerjee : ‘হিটলারের সমগোত্রীয়… মিথ্যাশ্রী মমতাকে চ্যালেঞ্জ’, বারাণসীতে ‘হেনস্থা’ ইস্যুতে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 03, 2022 | 11:17 PM

Protest Surrounding Mamata Banerjee : প্রধানমন্ত্রীর কেন্দ্রে ‘হেনস্থার’ শিকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে কটাক্ষ করে এবার টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikary on Mamata Banerjee : ‘হিটলারের সমগোত্রীয়...  মিথ্যাশ্রী মমতাকে চ্যালেঞ্জ’, বারাণসীতে ‘হেনস্থা’ ইস্যুতে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শুভেন্দুর
গ্রাফিক্স : টিভি৯ বাংলা

Follow Us

কলকাতা : প্রধানমন্ত্রীর কেন্দ্রে ‘হেনস্থার’ শিকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে কটাক্ষ করে এবার টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের ক্লিপ টুইট করেন শুভেন্দু। ক্যাপশনে তৃণমূল সুপ্রিমোকে ‘হিটলারের সমগোত্রীয়’ এবং ‘মিথ্যাশ্রী’ সম্বোধন করেন শুভেন্দু। এদিন টুইট বার্তায় শুভেন্দু লেখেন, ‘বিরোধীদের ওপর হামলা পশ্চিমবঙ্গে হয় উত্তর প্রদেশে নয়। যাদের আপনি এই মিথ্যে ভাষণ শোনাচ্ছেন, তারাও আপনার সত্য ভালো করে জানে। কেন বৃথা চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গ হিংসার আঁতুড়ঘর, এই ধ্রুব সত্য সবাই জানে। আপনি হিটলারের সমগোত্রীয় এই তথ্য এখন বহুল প্রচারিত।’ পাশাপাশি ভিডিয়ো ক্লিপটির নিচে লেখা, ‘মিথ্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাই, ওনাকে ধাক্কা ধাক্কি করার ও গাড়ি ভাঙচুরের ভিডিয়ো প্রকাশ্যে আনতে।’

উল্লেখ্য, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় বারাণসীতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতে সেখানে পৌঁছেছেন মমতা। তবে প্রচারে নামার আগের দিন গঙ্গা দর্শনে যান মমতা। অভিযোগ, বিমানবন্দর থেকে দশাশ্বমেধ ঘাটে যাওয়ার পথে বিজেপি কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার মুখ্যমন্ত্রীকে দেখানো হয় কালো পতাকা। মমতার কনভয় দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি যেতেই বিজেপি কর্মীরা তাঁর গাড়ি ঘিরে স্লোগান তুলতে থাকে। মমতাও বিক্ষোভকারী বিজপি কর্মীদের উদ্দেশে ‘জয় হিন্দ’ স্লোগান তোলেন। সেই ঘটনার প্রতিবাদে আজ রাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতেও প্রতিবাদ কর্মসূচি পালনের ডাক দেয় তৃণমূল ছাত্র পরিষদ। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষও কটাক্ষ করেন মমতাকে। দিলীপ বলেন, ‘ওঁ তো প্রধান মন্ত্রী, রাজ্যপালকে কালো পতাকা দেখিয়েছেন, এবার দেখুন নিজে কালো পতাকা, এবার বুঝুন, কালো পতাকা দেখলে কেমন লাগে।’

এদিকে বারাণসীতে মমতাকে ‘হেনস্থার’ প্রতিবাদে আগামিকালও কলকাতায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। শ্যামবাজার থেকে রাজাবাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করবে ঘাসফুল শিবির। এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু বলেন, ‘উত্তর প্রদেশের বারাণসীতে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিজেপি যে অন্যায় বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি, তাঁর বিরুদ্ধে আগামীকাল শুক্রবার দুপুর সাড়ে তিনটে থেকে শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে রাজাবাজার অবধি উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে৷’

আরও পড়ুন : Abhijit Sarkar Murder Case : অভিজিৎ খুনের মামলায় চার্জশিট গঠনে ৪ সপ্তাহের স্থগিতাদেশ হাইকোর্টের

Next Article