
কলকাতা: আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ওই দিনই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুমোদন দিচ্ছে না পুলিশ। তাই ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা।
সোমবার শুভেন্দু আদালতের দ্বারস্থ হলে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিতে পারে আদালত। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, সনাতনী ধর্ম সম্মেলন করার অনুমতি চাওয়া হয়েছে। কাঁথিতে একটি বেসরকারি জায়গায় অনুষ্ঠান হওয়াক কথা।
আইনজীবী জানিয়েছে, শুধুমাত্র শুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়েছিল, তা মেলেনি। তাঁর প্রশ্ন, বেসরকারি জায়গায় সম্মেলন করায় কীসের আপত্তি? যেখানে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান হবে, তার থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শুভেন্দুর সভা করার কথা।
মঙ্গলবার বিকেল চারটেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি রয়েছে। অনুষ্ঠানের এখনও ৯ দিন বাকি। তার আগেই আদালতে এই আবেদন।
এদিকে, দিঘা জুড়ে সব তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সেজে উঠেছে নবনির্মিত জগন্নাথ মন্দির। উদ্বোধনে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রাজ্যের একাধিক মন্ত্রী পরিদর্শন করবেন। সেই অনুষ্ঠানের আগে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে দিঘায়। সিসিটিভি-তে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা।