
কলকাতা: ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করা যায় না। বিধানসভার আইনের কথা উল্লেখ করেই একথা বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় এমনই পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের। সেই শুনানির মাত্র কয়েকদিন পরই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু। এবার স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন তিনি।
বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী নিয়ে কেন প্রবেশ করেছেন, এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। এ ক্ষেত্রে স্পিকার আদালত অবমাননা করেছেন বলে অভিযোগ শুভেন্দুর। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, ‘স্পিকার জানিয়েছিলেন বিধানসভায় কোনও বিধায়কের নিরাপত্তারক্ষীর প্রবেশের অধিকার নেই। তারপরেও বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করেছেন, যা আদালত অবমাননার সমান।’
মামলাকারীর আইনজীবীর আরও দাবি, বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিক আদালত। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশের আবেদন জানিয়ে মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তৃণমূল বিধায়কদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভা এলাকার মধ্যে প্রবেশ করার অনুমতি রয়েছে। অথচ বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢোকার অনুমতি নেই। তাঁদের বিধানসভার বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়।
কলকাতা হাইকোর্ট সেই মামলায় হস্তক্ষেপ করেনি। তবে, বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, বিধানসভার আইন অনুযায়ী এই নোটিস বলবৎ থাকবে। তবে বিচারপতির পর্যবেক্ষণ, সকল রাজনৈতিক দলের সদস্যদের জন্যই যাতে এই একই নিয়ম প্রযোজ্য হয় সমান ভাবে, তা বিধানসভার সচিবকে নিশ্চিত করতে হবে।