Calcutta High Court: বিধানসভায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী প্রবেশাধিকার মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
Calcutta High Court: বিচারপতি অমৃতা সিনার নির্দেশ, বিধানসভার আইন অনুযায়ী এই নোটিশ বলবৎ থাকবে। তবে বিচারপতির পর্যবেক্ষণ, সকল রাজনৈতিক দলের সদস্যদের জন্যই যাতে এই একই নিয়ম প্রযোজ্য হয় সমান ভাবে, তা বিধানসভার সচিবকে নিশ্চিত করতে হবে।

কলকাতা: বিধানসভার ভেতরে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী প্রবেশের আবেদনে সরাসরি হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। এই নিয়ে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির চিফ হইপ। কিন্তু আবেদনে সরাসরি হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে বিধানসভার সচিব রিপোর্ট দিয়ে জানান, বিধানসভার সমস্ত সদস্য, এমনকি মন্ত্রীদের জন্য নোটিস জারি করা আছে, কেউ ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের আগ্নেয়াস্ত্র নিয়ে বিধানসভার বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে পারবেন না।
বিচারপতি অমৃতা সিনার নির্দেশ, বিধানসভার আইন অনুযায়ী এই নোটিশ বলবৎ থাকবে। তবে বিচারপতির পর্যবেক্ষণ, সকল রাজনৈতিক দলের সদস্যদের জন্যই যাতে এই একই নিয়ম প্রযোজ্য হয় সমান ভাবে, তা বিধানসভার সচিবকে নিশ্চিত করতে হবে।
তৃণমূল বিধায়কদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভা এলাকার মধ্যে প্রবেশ করার অনুমতি রয়েছে। অথচ বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢোকার অনুমতি নেই। তাঁদের বিধানসভার বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এই অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মামলাতেই বৃহস্পতিবার আদালত জানায়, নিরাপত্তারক্ষী নিয়ে আদালত সরাসরি কোনও হস্তক্ষেপ করবে না।
