
কলকাতা: বাংলায় এসআইআর-এর সমান্তরালে চলছে রাজনৈতিক তরজা। একদিকে পুরো প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে রাজ্যের শাসক দল। অন্যদিকে, শুভেন্দু অধিকারীরা বারবার বলছেন, এসআইআর শুরু হতেই বাংলাদেশিরা রাজ্য় ছাড়ছে। মৃত ভোটার, ভুয়ো ভোটার নিয়েও এবার সরব হয়েছেন তিনি। বুধবার দুপুরে দেখা গেল, গুচ্ছ গুচ্ছ নথি নিয়ে কমিশনে প্রবেশ করছেন তিনি।
বিরোধী দলনেতার দাবি, অন্তত ১৩ লক্ষ ‘ডবল এন্ট্রি’ বা ‘ট্রিপল এন্ট্রি’ রয়েছে রাজ্যের ভোটার তালিকায়। অর্থাৎ তাঁর দাবি, এমন অন্তত ১৩ লক্ষ ভোটারের নাম রয়েছে, যাদের নাম দুবার বা তিনবার রয়েছে তালিকায়। অভিযোগের প্রমাণ হিসেবে তথ্য সহ একটি পেন ড্রাইভ এদিন তিনি জমা দিয়েছেন কমিশনে। এছাড়া পাঁচটি লোকসভা এলাকার ভুয়ো ভোটারদের নথি জমা দিয়েছেন বলে দাবি শুভেন্দুর।
পুরুলিয়া, বীরভূম, তমলুক, কাঁথি ও কোচবিহারের ভুয়ো ভোটারদের নথি জমা দিয়েছেন তিনি। এ কথা শুনেই তৃণমূলের সাফ জবাব, ওই জায়গাগুলো তো শুভেন্দু দেখত! তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওর নিজের জায়গা ওগুলো। আগে শুভেন্দু অধিকারীই দেখত। অদ্ভুত লোক একটা। নিজে করে আবার অভিযোগ করতে আসে।”
শুভেন্দু এদিন কমিশনে ঢোকার সময় বলেন, “১৩ লক্ষ ২৫ হাজার এমন নাম রয়েছে। তৃণমূল এই ভোটগুলো মারে। কমিশন কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছে।” পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কমিশন তাঁর অভিযোগ গ্রহণ করেছে। আলাদা করে তদন্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
ফলতা বিধানসভা নিয়েও আলাদা করে অভিযোগ তুলেছেন শুভেন্দু। তাঁর দাবি, ওই এলাকায় তৃণমূল সব নাম রাখার কথা বলেছে।