SIR: সাড়ে ৬ কোটির বেশি এনুমারেশন ফর্ম বিলি, এখনও ফর্ম পাননি ১৫ শতাংশ ভোটার
Enumeration form: ১১ নভেম্বরের মধ্যে সব ভোটারের কাছে ফর্ম পৌঁছে দেওয়া সম্ভব কি না, তা নিয়ে তিন দিন আগেই উদ্বেগ প্রকাশ করেছিল বিএলও ঐক্য মঞ্চ্য। ফর্ম বিলির সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিল তারা। এই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি লেখে বিএলও ঐক্য মঞ্চ।

কলকাতা: ৮ দিন সময় দেওয়া হয়েছিল। সেই আট দিনে রাজ্যের ৬ কোটি ৫৬ লক্ষের বেশি ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দিলেন বুথ লেভেল অফিসাররা। তবে এখনও রাজ্যের প্রায় ১৫ শতাংশ ভোটার এনুমারেশন ফর্ম পাননি। জাতীয় নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর ওই ভোটাররা কীভাবে ফর্ম পাবেন, সেই প্রশ্ন উঠছে।
গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরুর ঘোষণা করে কমিশন। ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়। কমিশনের নির্দিষ্ট করে দেওয়া সময় অনুযায়ী, ১১ নভেম্বরের মধ্যে প্রত্যেক ভোটারের কাছে ওই ফর্ম পৌঁছে দেওয়ার কথা বিএলও-দের। এরপর ফর্ম গ্রহণ শুরু হবে। আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
তবে ১১ নভেম্বরের মধ্যে সব ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছানো যায়নি। কমিশন জানিয়েছে, গতকাল (১১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত ৬ কোটি ৫৬ লক্ষের বেশি ভোটারকে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে। মোট ভোটারের ৮৫.৭১ শতাংশ এই ফর্ম পেয়েছেন। অর্থাৎ প্রায় ১৫ শতাংশ ভোটার এখনও এনুমারেশন ফর্ম পাননি। কমিশন এসআইআর ঘোষণার পর বাংলায় ভোটার তালিকা ফ্রিজ করা হয়। আর সেই তালিকা হিসেবে এখন রাজ্যে ভোটার রয়েছেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। অর্থাৎ ১ কোটির বেশি ভোটার এখনও ফর্ম পাননি।
১১ নভেম্বরের মধ্যে সব ভোটারের কাছে ফর্ম পৌঁছে দেওয়া সম্ভব কি না, তা নিয়ে তিন দিন আগেই উদ্বেগ প্রকাশ করেছিল বিএলও ঐক্য মঞ্চ্য। ফর্ম বিলির সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিল তারা। এই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি লেখে বিএলও ঐক্য মঞ্চ। তারা জানায়, ৪ নভেম্বর থেকে ফর্ম বিতরণ শুরু হলেও এনুমারেশন ফর্ম পর্যাপ্ত সরবরাহ না থাকায় রাজ্যের বহু এলাকায় বিএলও-রা দেরিতে কাজ শুরু করতে বাধ্য হয়েছেন। বেশ কিছু জায়গায় ইআরও অফিস প্রথম দুই দিন ফর্ম সরবরাহই করতে পারেনি। বিএলও ঐক্য মঞ্চ জানিয়েছিল, এই পরিস্থিতিতে ১১ নভেম্বরের মধ্যে ফর্ম বিতরণের নির্দেশ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। দেখা গেল, ১১ নভেম্বর রাত আটটা পর্যন্ত তথ্য বলছে, ১০০ শতাংশ ভোটার এখনও ফর্ম পাননি। সূত্রের খবর, কমিশনের তরফে ERO (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-দের বলা হয়েছে, ১৪ নভেম্বর পর্যন্ত ফর্ম বিলি করা যাবে।
