Suvendu Adhikari: আমাদের বিধায়করা ভিতরে ঢুকে বুঝিয়ে দেবে বিজেপিতে একজন শুভেন্দু নেই: শুভেন্দু

Suvendu Adhikari: বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার অধিবেশনের শেষ দিন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, নির্দিষ্ট ওই দিনের জন্যই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে।

Suvendu Adhikari: আমাদের বিধায়করা ভিতরে ঢুকে বুঝিয়ে দেবে বিজেপিতে একজন শুভেন্দু নেই: শুভেন্দু
শুভেন্দু অধিকারী Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 04, 2025 | 12:41 PM

কলকাতা: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর  সাসপেনশন নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দু’রকমের সিদ্ধান্ত।  প্রতিবাদে বিজেপি। জল্পনা উঠেছিল প্রতিবাদে কি বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্ব বয়কট করবে বিজেপি? অধিবেশনের দ্বিতীয়ার্ধে মুখ্যমন্ত্রীর বক্তৃতা পর্বেও কি অংশ নেবে বিজেপি? জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু স্পষ্ট বললেন, “অফিসিয়ালি বয়কট করিনি। স্পিকারের ভয়েস রেকর্ডিংও তো তাই বলেছে যে মঙ্গলবার পর্যন্ত সাসপেনশন। পরে টাইপ করে দিয়েছে। আসলে নেত্রীর নির্দেশ বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন। আমাদের বিধায়করা ভিতরে ঢুকবে, বুঝিয়ে দেবে, বিজেপিতে একজন শুভেন্দু নেই।”

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার অধিবেশনের শেষ দিন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, নির্দিষ্ট ওই দিনের জন্যই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু পরে স্পিকার বাইরে এসে জানান, এই সেশন যতদিন চলবে, ততদিন পর্যন্তই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। এই নিয়েই ধোঁয়াশা তৈরি হয়।

বিজেপির বক্তব্য, স্পিকার কীভাবে বিধানসভার ভিতরে এক কথা বলতে পারেন, বাইরে আরেক কথা বলতে পারেন? এই গোটা বিষয়টিই পরিষ্কার নয়। । যদিও বিধানসভার তরফ থেকে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে এবার, কেবল ওই দিনের জন্য নয়, গোটা অধিবেশন পর্বের জন্যই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। এদিন দ্বিতীয়ার্ধে বাংলা ভাষার ওপর আক্রমণ নিয়ে প্রতিবাদে বক্তৃতা রাখবেন মুখ্যমন্ত্রী। তাতে অংশ নিয়ে বিজেপি কী বলে সেটাই দেখার।