Suvendu Adhikari: তল্লাশির সময় মমতাকে না-আটকানোয় ইডির প্রশংসা শুভেন্দুর
Suvendu Adhikari on I-PAC Office Raid: শুভেন্দুর সংযোজন, 'অনেকেই বলছেন, সেদিন ওদের (তৃণমূলের) প্রস্তুতির অভাব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেওয়া উচিত হয়নি। কিন্তু আমি বলছি, ইডি যা করেছে ঠিক।' অবশ্য শুধুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়, মমতাকে বাধা না-দেওয়ায় ঘটনার দিন কর্তব্যরত সিআরপিএফ-এরও প্রশংসা করেছেন বিরোধী দলনেতা।

কলকাতা: ইডি ফাঁদে পা দেয়নি! তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ‘প্রশংসা’ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। তারপর দেশপ্রিয় পার্কে যোগ দেন দলের সভায়। এরপর সেখান থেকেই আক্রমণ।
রাজ্যের বিরোধী দলনেতার মতে, বৃহস্পতিবার তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্য়াকের অফিস এবং ওই সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযানের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা না-দিয়ে ইডি ঠিক করেছে। শুভেন্দুর কথায়, ‘ওই দিন উনি চেয়েছিলেন, যাতে ইডি ওনাকে ধাক্কাধাক্কি করুক। তারপর উনি ইডির বিরুদ্ধে মামলা করতেন এবং নিজে উডবার্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি হয়ে যেতেন।’
শুভেন্দুর সংযোজন, ‘অনেকেই বলছেন, সেদিন ওদের (তৃণমূলের) প্রস্তুতির অভাব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেওয়া উচিত হয়নি। কিন্তু আমি বলছি, ইডি যা করেছে ঠিক।’ অবশ্য শুধুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়, মমতাকে বাধা না-দেওয়ায় ঘটনার দিন কর্তব্যরত সিআরপিএফ-এরও প্রশংসা করেছেন বিরোধী দলনেতা। অবশ্য রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যে বিশেষ গুরুত্ব আরোপ করতে নারাজ তৃণমূল শিবির। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘শুভেন্দু যত সব আজে-বাজে কথা বলে। সাত বছর পুরনো মামলা। তাতে না-নোটিস দিয়ে অভিযান চালিয়েছিল। আর শুভেন্দু কী বলছেন? কয়লাকাণ্ডে তো ওনারও নাম রয়েছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার ইডি অভিযান চলাকালীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অযাচিত প্রবেশ নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাল পরিস্থিতি। তবে মমতার মতে, তিনি কোনও অন্যায় করেননি। অভিযানের পরদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যা করেছি, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসাবে করেছি। কোনও অন্য়ায় করিনি।’
