Bhabanipur: ‘ভবানীপুরে আজ অনেকক্ষণ থাকব…’, ৩৬টা আমন্ত্রণ পেয়েছেন শুভেন্দু

Suvendu Adhikari: আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম হয়ে উঠেছে রাজনীতির ভরকেন্দ্র। তারই মধ্যেই ভবানীপুরে গিয়ে এদিন কার্যত চ্যালেঞ্জ ছু়ড়ে দিলেন শুভেন্দু। মমতার কেন্দ্রে দাঁড়িয়ে শুভেন্দু বোঝালেন বিজেপির সংগঠন কার্যত মজবুত হচ্ছে। এদিন শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "তৃণমূলের নীচুতলা ফাঁকা হয়ে গিয়েছে। ভবানীপুরে এতক্ষণ আছি, এতেই উনি বিচলিত।"

Bhabanipur: ভবানীপুরে আজ অনেকক্ষণ থাকব..., ৩৬টা আমন্ত্রণ পেয়েছেন শুভেন্দু
ভবানীপুরের সরস্বতী পুজোয় শুভেন্দুImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 23, 2026 | 3:13 PM

কলকাতা: আজ বাঙালি ঘরে ঘরে দুই বন্দনা চলছে। একইদিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী আর সরস্বতী পূজা। কিন্তু ভোটের যখন আর মাত্র কয়েকমাস বাকি তখন বাংলার রাজনীতিকরা কেউই রাজনীতি থেকে দূরে থাকলেন না। একদিকে, নেতাজির জন্মজয়ন্তীতে যোগ দিয়ে এসআইআর নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। অন্য়দিকে, দিনভর ভবানীপুরে থেকে বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম হয়ে উঠেছে রাজনীতির ভরকেন্দ্র। তারই মধ্যেই ভবানীপুরে গিয়ে এদিন কার্যত চ্যালেঞ্জ ছু়ড়ে দিলেন শুভেন্দু। মমতার কেন্দ্রে দাঁড়িয়ে শুভেন্দু বোঝালেন বিজেপির সংগঠন কার্যত মজবুত হচ্ছে।

এদিন শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “তৃণমূলের নীচুতলা ফাঁকা হয়ে গিয়েছে। ভবানীপুরে এতক্ষণ আছি, এতেই উনি বিচলিত। ঘন ঘন পুলিশের কাছে খোঁজ নেবেন। আরও অনেকক্ষণ থাকব। সরস্বতী পূজার উদ্বোধন করব। ৩৬টা আমন্ত্রণ পেয়েছি। এটা শুনে রাখা দরকার।”

তবে তৃণমূল শুভেন্দুর এই বার্তা কোনওভাবেই চ্যালেঞ্জ হিসেবে নিতে রাজি নয়। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “১০ ঘণ্টা কেন, ১০ দিন বা ১০ মাস থাকুন, লাভ কিছু হবে না। ক্ষমতা থাকলে লড়ে দেখান ভবানীপুর থেকে।” এদিন সকাল থেকে ভবানীপুর এলাকার একাধিক পুজো মণ্ডপে দেখা গিয়েছে শুভেন্দুকে। সেই প্রসঙ্গ তুলে দিন জয়প্রকাশ মজুমদার বলেন, “ওরাই বলে, বাংলায় সরস্বতী পূজা হয় না, আর শুধুমাত্র ভবানীপুরেই ৩৬টা আমন্ত্রণ পেলেন।”